Homeঅন্যান্যকোথাও চাঁদ দেখা গেলে কল করার আহ্বান চাঁদ দেখা...

কোথাও চাঁদ দেখা গেলে কল করার আহ্বান চাঁদ দেখা কমিটির

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জানা যাবে এবার পবিত্র ঈদুল ফিতর ১০ নাকি ১১ মার্চ হবে। এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল সোমবার (৮ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

সে জন্য ৩০ রোজা পূর্ণ করেই এসব দেশে ঈদ উদযাপিত হবে আগামীকাল বুধবার (১০ এপ্রিল)। এদিকে চাঁদ দেখার সব প্রস্তুতি নিয়ে রেখেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। তাই দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ফোন করার আহ্বান করেছে চাঁদ দেখা কমিটি। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ১৪৪৫ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে এ সভা হবে। সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ করা হলো।

টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

Advertisement