Homeসব খবরবিনোদনযন্ত্রণার কথা তুলে ধরলেন মিমি

যন্ত্রণার কথা তুলে ধরলেন মিমি

সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। তার অসুস্থতার খবর পেয়ে স্বভাবতই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন মিমির অনুরাগীরা। তবে এখন মিমি আগের থেকে সুস্থ। চিকিৎসকের কথা মতো ওষুধপত্রও খেয়েছেন তিনি।

অনুরাগীদের দুশ্চিন্তা দূর করতে এবার পোস্টে লিখলেন, নিজের পায়ে দাঁড়াতে পেরেছি!, সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টে তার সুস্থ থাকার কথা জানিয়ে দিলেন মিমি। সঙ্গে পোস্ট করলেন একগোছা ফুলের ছবি!

মিমির পুরানো ছবি

এই পোস্টে মিমি চক্রবর্তী লিখেছেন, শা’রীরিক ও মানসিকভাবে কতটা যন্ত্রণা হতে পারে, তা কয়েকদিন ধরে বুঝতে পেরেছি। আপনারা সবাই আমার খবর নিয়েছেন, আমার জন্য প্রার্থনা করেছেন, মনের জোর বাড়িয়ে তুলতে সাহায্য করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি, ওষুধ চলছে। খুব শীঘ্রই গলব্লাডারের সমস্যা থেকে মুক্তি পাব। মিমি মজা করে গলব্লাডারের সমস্যাকে মিস্টার গলব্লাডারও বলেছেন।

মিমির পুরানো ছবি

বেশ কয়েকদিন ধরেই গলব্লাডারের সমস্যায় ভুগছিলেন মিমি। সঙ্গে ছিল লিভারের সমস্যাও। ওষুধ চলছিল তার। নতুন বিপত্তি ঘটে অন্যকিছুতে। এরপরেই ফের অসুস্থ হয়ে পড়েন মিমি।

মিমি আগেই জানিয়ে ছিলেন, ভ্যা’কসিনের নামে যেটি শরীরে ঢুকেছে সেটি অ্যামিকিসিন বলে একটি অ্যা’ন্টিবায়োটিক। যা কিনা মূত্র সংক্র’মণ ও পেটে ব্য’থার জন্য দেওয়া হয়। আমার যেহেতু লি’ভারের সমস্যা রয়েছে আগে থেকে তাই চিকিৎসকরা একটু চিন্তায় ছিলেন। লি’ভারের কোনো ক্ষতি যাতে না হয়, তার জন্যই ওষুধ দিয়েছেন চিকিৎসকরা।

মিমির পুরানো ছবি

এদিকে, দিন দুয়েক আগেই সাংসদ-অভিনেত্রীর গলব্লাডার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই অনুরাগীরাও চিন্তিত হয়ে পড়েন। কেমন আছেন তিনি এখন? জানিয়েছেন তারকা সাংসদ নিজেই।

আগের থেকে সুস্থ রয়েছেন। ওষুধ চলছে। এবং গলব্লাডারের সমস্যাও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বলে আশাবাদী মিমি চক্রবর্তী। বুধবার নিজের সেই খারাপ সময়ের ভয়’ঙ্কর অভিজ্ঞতার কথাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন সাংসদ-অভিনেত্রী। ইনস্টাগ্রামে একগুচ্ছ লিলি ফুলের ছবি শেয়ার করেছেন মিমি চক্রবর্তী।

নায়িকা লিখলেন, আপনি জানতে চান, খারাপ সময় কীরকম হয়? আমি নিজেই সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলাম। যার পরিণতি শারী’রিক এবং মানসিক যন্ত্রণা। দয়ালু হওয়ার জন্য ধন্যবাদ। স্বার্থপর হওয়ার জন্যও ধন্যবাদ। আপনারা যদি আমার জন্য প্রার্থনা করে থাকেন ধন্যবাদ তার জন্যে। না করে থাকলেও ধন্যবাদ। সবকিছুর জন্য ধন্যবাদ। আপনারা আমাকে আগের থেকে আরও শক্তিশালী করে তুলেছেন।

পাশাপাশি মিমি এও উল্লেখ করেন যে, “আজ মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছি। এবং আমার উচ্চাকাঙ্ক্ষা আরও বেড়ে গিয়েছে।”

Advertisement