Homeসব খবরক্রিকেটমুশফিক-মাহমুদউল্লাহকে ট্রফি উৎসর্গ তামিমের

মুশফিক-মাহমুদউল্লাহকে ট্রফি উৎসর্গ তামিমের

দেশের পঞ্চপাণ্ডব ক্রিকেটারদের মধ্যে বিপিএলে কেবল মুশফিক-রিয়াদের চ্যাম্পিয়ন হওয়ার আক্ষেপ ছিল। আজ সেই খরা তারা ঘুচিয়ে নিয়েছেন। ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তারা দুজনেই এবার বিপিএলে ফরচুন বরিশালের হয়েও একসঙ্গে খেলেছেন। আর সেই সুবাদেই নিশ্চিত করেছেন নিজেদের প্রথম বিপিএল শিরোপা।

বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে দশম আসরের শিরোপা উৎসবে মেতেছে তামিমের বরিশাল। যা তাদেরও প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি। তিনবার ফাইনাল খেললেও তাদের সর্বোচ্চ সাফল্য পাওয়া হচ্ছিল না। তামিমের হাত ধরে প্রথমবার ফরচুনরা সেই খরা ঘুচিয়েছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে ৬ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে বরিশাল।

দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান এসেছে কাইল মেয়ার্সের ব্যাট থেকে। আর ৩৯ রান করেছেন বরিশাল দলপতি তামিম। কুমিল্লার হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান ও মঈন আলি।

এর আগে বিপিএলের মঞ্চে রিয়াদ-মুশফিক দুজনেই ছিলেন বেশ দুর্ভাগা। দশ মৌসুমে আটবার দলবদল করেও ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই শিরোপা জেতা হয়নি দুই টাইগার তারকার। এর মাঝে বেশ কয়েকবার অধিনায়কও হয়েছেন তারা। মুশফিকের তুলনায় অবশ্য মাহমুদউল্লাহ রিয়াদের দলবদল ঘটেছে কম। ছয়বার দল বদলেছেন তিনি।

পঞ্চপাণ্ডবের মাঝে মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল শিরোপা পেলেও মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ কখনোই আগে বিপিএলের শিরোপা পাননি। তবে অধরা শিরোপাখরা এবার ঘুচিয়েছে বরিশাল।

Advertisement