Homeসব খবরবিনোদনমুখ খুললেন বুবলি

মুখ খুললেন বুবলি

বাংলাদেশের অন্যতম আলোচিত চিত্রনায়ক শাকিব খান। তার সঙ্গে হালের জনপ্রিয় নায়িকা শবনম বুবলির মধ্যে প্রেম নিয়ে অনেক গুঞ্জন অনেকদিন ধরেই। ফলে, শুরু থেকেই বুবলির সঙ্গে শাকিবের ছবি করা নিয়ে অপু বিশ্বাসের আপত্তি ছিল। আর তাই শাকিব ও বুবলির সম্পর্ক নিয়ে অনেকেরই আগ্রহ। ছিল অনেক আলোচনা-সমালোচনা। এসব প্রশ্নের সরাসরি উত্তর দিলেন বুবলি।

‘শাকিব খানের সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন, এ প্রসঙ্গে আপনি কি উত্তর দেবেন?’ জবাবে বুবলি বলেন, ‘দেখুন, পর্দার নায়ক–নায়িকাদের নিয়ে দর্শকদের মধ্যে এ ধরণের প্রেমের গুঞ্জন, সমালোচনা, ফ্যান্টাসি নতুন বিষয় নয়। তাই শাকিব আর তাকে নিয়ে এই আলোচনা নতুন কিছু না। বুবলি জানান, চলচ্চিত্রে কাজ করা তার পরিবার চাইতো না। চাইতেন না বাবা–মাও। কাজেই শুরু থেকে পরিবারের বাধা ছিল।

বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এই ছবির শুটিং চলাকালীন তিনি শুটার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান। ছবিটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী এবং এই ছবিতেও তার বিপরীতে ছিলেন শাকিব খান। এরপরও নতুন নতুন অনেক ছবিতে অভিনয় করেছেন এই নায়িকা।

রংবাজ: রংবাজ শামীম আহমেদ রনি এবং আব্দুল মান্নান এর যৌথ পরিচালনায় নির্মিত ২০১৭ সালের বাংলাদেশী চলচ্চিত্র। এটি শ্রীকান্ত মেহতা ও মহেন্দ্র সনির প্রযোজনায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং রুপরং ফিল্ম লিমিটেড এর ব্যানারে নির্মাণ করা হয়। এটি ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে নির্মাণ করা প্রথম চলচ্চিত্র যা শুধুমাত্র বাংলাদেশী প্রেক্ষগৃহে মুক্তি দেওয়া হয়। চলচ্চিত্রটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এন্টারটেইন্টমেন্টের ব্যানারে নির্মিত প্রথম কোন বাংলাদেশী উদ্যোগ। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন সুপারস্টার শাকিব খান এবং শবনম বুবলি এছাড়াও সহ-তারকা হিসেবে রজতাভ দত্ত, অমিত হাসান এবং সাদেক বাচ্চু অভিনয় করেন। চলচ্চিত্রটি ২০১৭ সালে ২ সেপ্টেম্বর ঈদুল আযহা উপলক্ষে প্রায় ১৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়।

অহংকার: অহংকার হচ্ছে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী সামাজিক-নাট্যধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শাহাদাত হোসেন লিটন ও তুষার কথাচিত্রের ব্যানারে প্রযোজনা করেছেন আবদুল মাবুদ কাওসার। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলি। এছাড়াও সহ-অভিনেতা হিসেবে তমা মির্জা, মিজু আহমেদ, রেহানা জলি, আফজাল শরীফ, নূতন সহ আরো অনেকে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি ২০১৭ সালের ২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। এটি শাকিব-বুবলি জুটির ৪র্থ চলচ্চিত্র। চলচ্চিত্রটি ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় চলচ্চিত্র অটো শংকর-এর পুনঃনির্মাণ।

চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া: চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া হচ্ছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী কৌতুকধর্মী-নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন উত্তম আকাশ ও খান ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন পিংকি আক্তার। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলি এবং মৌসুমী, ওমর সানী, কাজী হায়াৎ, সাদেক বাচ্চু, ডিজে সোহেল, মারুফ খান সহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

সুপার হিরো: সুপার হিরো হচ্ছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী মারপিটধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আশিকুর রহমান এবং প্রযোজনা করেছেন তাপসী ফারুক। চলচ্চিত্রটির পরিবেশনায় রয়েছে হার্টবিট প্রোডাকশন। চলচ্চিত্রটিতে প্রধান ভূমিকা অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলি। এছাড়াও এতে আরোও অভিনয় করেছেন টাইগার রবি, শম্পা রেজা, তারিক আনাম খানসহ প্রমূখ।

চলচ্চিত্রটির ফার্স্ট লুক টিজার মুক্তি পায় ২৭ মে ২০১৮ সালে। এটি অস্ট্রেলিয়ায় চিত্রায়িত প্রথম বাংলাদেশী চলচ্চিত্র। ছবিটি শুটিং থেকে শুরু করে বিভিন্ন কারণে সমালোচিত হয়। এর নির্মাতা আশিকুর রহমানের বিরুদ্ধে অনুমতি ছাড়া শুটিংয়ের অভিযোগ তুলেছিল অস্ট্রেলিয়া ভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান সিনেফেক্ট এন্টারটেইনমেন্ট। এরপর অস্ট্রেলিয়ায় অনুমতিবিহীন শুটিং করায় নিপা এন্টারপ্রাইজ নামের একটি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয় তথ্য মন্ত্রণালয়ে। তারপরই সিনেমাটির মুক্তি নিয়ে সংশয় দেখা দেয়।

পাসওয়ার্ড: পাসওয়ার্ড হচ্ছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী মারপিট-অপরাধধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মালেক আফসারী এবং এসকে ফিল্মসের ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন শাকিব খান ও মোহাম্মদ ইকবাল। এটি শাকিব খান প্রযোজিত দ্বিতীয় চলচ্চিত্র, এর আগে তিনি ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত হিরো: দ্যা সুপার স্টার চলচ্চিত্রটি প্রযোজনা করেছিলেন। চলচ্চিত্রটি মূলত সুইস ব্যাংক একাউন্ট পাসওয়ার্ড সম্পর্কিত, একাউন্টটির প্রকৃত মালিক মূলত আলাউদ্দীন সরকার, যিনি মৃত্যুর পূর্বে বাংলাদেশের রিহ্যাবিলিটেশন ফান্ডে টাকা জমা দেয়ার জন্য রুদ্রকে তার ব্যাংক একাউন্টের ব্যক্তিগত পাসওয়ার্ড দিয়ে যান। এতে শাকিব খান, শবনম বুবলি ও মামনুন হাসান ইমন ছাড়াও নতুন মুখ তনামি হককে দেখা যায় মূখ্য ভূমিকায়। এছাড়াও এতে আরোও অভিনয় করেছেন মিশা সওদাগর, অমিত হাসান, ডন ও সাংকো পাঞ্জাসহ আরও অনেকে। চলচ্চিত্রটি ভারত-বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে জনপ্রিয় চলচ্চিত্র ও জনপ্রিয় অভিনেতা পুরস্কার সহ সর্বাধিক পাঁচটি বিভাগে পুরস্কার অর্জন করে।

বীর: বীর হচ্ছে ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী রাজনৈতিক-নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন কাজী হায়াৎ এবং এসকে ফিল্মসের ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন শাকিব খান ও মোহাম্মদ ইকবাল। চলচ্চিত্রটিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলি। এটি শাকিব খান প্রযোজিত তৃতীয় এবং কাজী হায়াৎ পরিচালিত ৫০তম চলচ্চিত্র। চলচ্চিত্রটি ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পায়।

Advertisement