Homeসব খবরআন্তর্জাতিকমুকেশ আম্বানির ছেলের বিয়েতে মার্ক জাকারবার্গ

মুকেশ আম্বানির ছেলের বিয়েতে মার্ক জাকারবার্গ

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে অথিতিদের তালিকা হইচই ফেলে দিয়েছে বিশ্বে। অতিথিদের মধ্যে রয়েছে বিল গেটস, মার্ক জাকারবার্গ, ইভাঙ্কা ট্রাম্প ও সুন্দর পিচাইয়ের মতো ব্যক্তিত্বরা।

দেশি অতিথিদের মধ্যে গৌতম আদানি, শাহরুখ, সালমান থেকে শুরু করে তারকা ক্রিকেটারদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রশ্ন হচ্ছে আম্বানি পরিবারের বিয়েতে বিল গেটস, মার্ক জাকারবার্গ , ইভাঙ্কা ট্রাম্প ও সুন্দর পিচাইয়ের মতো ব্যক্তিত্বরা কেনো এলেন? উত্তর হতে পারে ব্যবসায়িক স্বার্থ।

ফোর্বসের হিসেব মতে, বর্তমানে আম্বানির মোট সম্পদের পরিমাণ ১১৪ বিলিয়ন মার্কিন ডলার। এশিয়ার সর্বোচ্চ এই ধনী ব্যক্তি তিনি।

ভারতের অভ্যন্তরীণ ব্যবসায় বড়ও রকমের দখল তাকে পশ্চিমা কোম্পানিগুলির বন্ধুতে পরিণত করেছে। তার হাত ধরেই বড় বড় কোম্পানিগুলো অংশীদারিত্বের ভিত্তিতে ভারতীয় বাজারে প্রবেশের চেষ্টা করছে। এ ক্ষেত্রে আম্বানি পরিবার হতে পারে প্রবেশ পথ।

যার প্রমাণও মেলে। মেটা, অ্যালফাবেট, কোয়ালকম ও ইনটেলের মতো জায়ান্ট প্রতিষ্ঠান রিলায়েন্সের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান জিও-তে ইতোমধ্যে বিনিয়োগ করেছে। সেই ব্যবসার সূত্র ধরেই মুকেশ আম্বানির ছেলেবিয়েতে অথিতিদের তালিকায় বিশ্বের বড় বড় জায়ান্ট প্রতিষ্ঠানের কর্তাদের মুখ দেখা যাচ্ছে।

ফলে তাই বিশ্বের বড় বড়ও ব্যবসায়ী ও তারকাদের এই বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার খবরে খুব বেশি অবাক হওয়ার মতো কিছু নেই।

Advertisement