Homeঅন্যান্যমাসের প্রথম ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৩৬ কোটি ডলার

মাসের প্রথম ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৩৬ কোটি ডলার

অক্টোবরের প্রথম ৬ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছে ৩৫ কোটি ৭৭ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চলমান ধারা অব্যাহত থাকলে এ মাসে প্রবাসীদের আয়ের পরিমাণ হবে ১৮০ কোটি ডলার। প্রবাসীরা ২০২২-২৩ অর্থবছরের সেপ্টেম্বর মাসে ১৫৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। যা গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪৯ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অক্টোবরের প্রথম ৬ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ৫টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ সময় বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ লাখ মার্কিন ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে অক্টোবর মাসের প্রথম ৬ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। প্রবাসীরা ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়েছে আট কোটি ৪৫ লাখ ডলার। এরপরের অবস্থানে রয়েছে সোনালী ব্যাংক ২ কোটি ৩১ লাখ টাকা। এ সময় অগ্রণী ব্যাংকে ২ কোটি ২৫ লাখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ২ কোটি ২১ লাখ এবং ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

Advertisement