Homeসব খবরআন্তর্জাতিকমার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ৪০ মিনিট কথা বলেছেন জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ৪০ মিনিট কথা বলেছেন জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিষেধাজ্ঞা ও প্রতিরক্ষা সহায়তা নিয়ে কথা বলেছেন। শুক্রবার এ বৈঠক হয় বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হোয়াইট হাউজের উদ্ধৃতি দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বৈঠকটি ১১টা ৫২ থেকে ১২টা ৩২ মিনিট পর্যন্ত চলে। ইউক্রেনের প্রেসিডেন্ট তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে বৈঠকের বিস্তারিত শেয়ার করেছেন।

এদিকে চলমান ইউক্রেন সংকট মোকাবেলায় কূটনৈতিক কৌশল কাজে লাগিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে সামরিক হামলা হলে কেয়ামত নেমে আসবে বলে বারবারই সতর্কবার্তা দিয়ে আসছিল বাইডেন প্রশাসন। তবে রাশিয়া-ইউক্রেনের সংঘাতে মার্কিন সেনারা কখনোই জড়াবে না বলে জানিয়েছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বৃহস্পতিবার পূর্ণশক্তিতে সামরিক অভিযান শুরুর পর বাইডেন এ কথা জানান।

সামরিক হস্তক্ষেপে খুব একটা উৎসাহী নন বাইডেন। কারণ ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ নয়। এমনকি ইউক্রেনে কোনো মার্কিন সামরিক ঘাঁটিও নেই। যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারও নয় দেশটি।

Advertisement