Homeসব খবরজাতীয়মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্নস্থান

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্নস্থান

মধ্যরাতে বাংলাদেশে ভূমিকম্প অনুভূত। রাত সাড়ে বারোটায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা ছাড়াও সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এর আগে জাপানের রাজধানী টোকিও এবং এর আশপাশের এলাকায় ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতের দিকে এই কম্পন অনুভূত হয়।

এতে ট্রেন লাইনে বন্ধ হওয়া এবং মাঝে মধ্যেই বিদ্যুৎ চলে গেলেও বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চিবা প্রশাসনিক এলাকা। এই অঞ্চলটি টোকিওর পূর্বে অবস্থিত। স্থানীয় সময় রাত ১০টা ৪১ মিনিটে ভূমিকম্প হয়।

তবে কোনও সুনামি সতর্কতা জারি হয়নি বলে জানিয়েছে এনএইচকে। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি তদারক করতে সরকার একটি জরুরি টাস্ক ফোর্স গঠন করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

Advertisement