Homeসব খবরবিনোদনভিন্নধর্মী চ্যালেঞ্জিং চরিত্র আমাকে বেশি টানে : সাফা কবির

ভিন্নধর্মী চ্যালেঞ্জিং চরিত্র আমাকে বেশি টানে : সাফা কবির

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। মূলত রোমান্টিক গল্পের নায়িকা হিসেবে পরিচিত তিনি। তবে ছোট পর্দার এই অভিনেত্রী চমকে দিয়েছেন ‘টিকিট’ ওয়েব সিরিজে ‘সুবর্ণা’ চরিত্রে। এতে তার অভিনয় ও লুক নিয়ে বেশ আলোচনা হয়। সাম্প্রতিক ব্যস্ততা ও নানা প্রসঙ্গে মুখোমুখি হন তিনি। আলাপচারিতায় ছিলেন এম আর রুবেল।

ঈদের কাজে আপনার ব্যস্ততা কেমন?

সাফা কবির: ঈদের নাটকের কাজ অনেক আগে শুরু হয়েছে। আমারও ঈদের কাজের ব্যস্ততা বেড়েছে। ইতিমধ্যে ৫/৬টি নাটকের শুটিং শেষ হয়েছে। হাতে আছে আরও কয়েকটি চিত্রনাট্য।

ইদানীং নারীপ্রধান চরিত্রেই কি বেশি কাজ করছেন?

সাফা কবির: সব ধরনের চরিত্রেই কাজ করা হচ্ছে। তবে নারী প্রধান গল্পে আগের তুলনায় একটু বেশি কাজ করছি। এ ধরনের চরিত্রগুলো থেকে ভালো সাড়া পাই। সম্প্রতি ‘পারুল’, ‘চিকিৎসক মাহা’ নাটকের মতো ভিন্ন চরিত্রগুলো আলোচনায় এসেছে। আমাদের সমাজে নারীরা যথেষ্ট ভূমিকা রাখছেন। একজন নারীর কাঁধে পুরো পরিবার এমন হাজারো নজির আছে। নাটকে সংগ্রামী নারীদের যে জীবন চরিত্র তা তুলে ধরা হয়েছে। এ সব চরিত্রের সঙ্গে মানুষ সহজেই সম্পৃক্ত হতে পারেন।

ওয়েব সিরিজ ‘টিকিট’ নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?

সাফা কবির: সিরিজটি প্রচারে আসার পর থেকে প্রচুর সাড়া পাচ্ছি। দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছে। গল্পটা ডার্ক কমেডি, থ্রিলার ও স্যাটায়ার সব মিলিয়ে রয়েছে। কাজ করতে গিয়ে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে ভালো লাগে। আমি আগে কখনো এমন চরিত্রে অভিনয় করিনি। চরিত্রটি আমার ক্যারিয়ারে স্মরণীয় হয়ে থাকবে।

অভিনয়ের ক্ষেত্রে চরিত্রের গুরুত্ব কেমন অনুভব করেন?

সাফা কবির: একজন অভিনয়শিল্পী প্রতিটি চরিত্রই শতভাগ ভালো করার চেষ্টা করেন। কখনো সুন্দর উপস্থাপন হয়, আবার কখনো হয় না। কাজের প্রতি ভালোবাসা ছাড়া সুন্দর উপস্থাপন সম্ভব না। তবে ভিন্নধর্মী চ্যালেঞ্জিং চরিত্র আমাকে বেশি টানে। রোমান্টিক গল্পও আমার বেশ পছন্দ।

আপনাকে সিনেমায় দেখা যাচ্ছে না কেন?

সাফা কবির: প্রায়ই আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। সিনেমা একটা বড় ক্যানভাস, সেখানে নিজেকে দেখতে কে না চান? আমিও চাই। তবে খুব ভেবে- চিন্তে করতে হবে। প্রস্তাব যে একেবারে আসে না তা নয়। কিন্তু ব্যাটে-বলে মিলছে না বলেই অভিনয় করা হচ্ছে না। অপেক্ষায় আছি ভালো গল্প, চরিত্র ও নির্দেশকের। অভিনয় ক্যারিয়ারে সিনেমা খুবই গুরুত্বপূর্ণ। বড় পর্দায় কাজ করে দর্শকের মুগ্ধতা কুড়াতে চাই। সিনেমা যদি গ্রহণযোগ্যতা না আসে, তাহলে না করাই ভালো। আমার প্রতি দর্শকের যে আস্থা, ভালোবাসা আছে। তা মানহীন কাজ করে নষ্ট করতে চাই না।

সূত্র: ডেইলি-বাংলাদেশ।

Advertisement