Homeফুটবলব্রাজিল সমর্থক হয়েও মেসির হাতে ট্রফি দেখতে চান সানজিদা

ব্রাজিল সমর্থক হয়েও মেসির হাতে ট্রফি দেখতে চান সানজিদা

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হারের পর ব্রাজিলকে সমর্থন করা অনেকটাই ছেড়ে দেন সানজিদা। তিনি বলেন, ‘ওই হারের পর অনেকেই খ্যাপাত। অনেক কেঁদেছিলাম। এরপর থেকে ব্রাজিলকে সমর্থন করা এক প্রকার ছেড়েই দিয়েছি।’

একসময় ব্রাজিলের পাড় সমর্থক ছিলেন। সেলেকাওদের খেলা থাকলে হুমড়ি খেয়ে পড়তেন টেলিভিশন সেটের সামনে। কিন্তু এখন আর হলুদ-সবুজের ঢেউ টানে না জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার সানজিদা আক্তারকে। কারণ ওই সেভেন আপ!

সানজিদার পরিবারে ছোট ভাই শাহ আলম এখন শুধু ব্রাজিলের সমর্থক। পরিবারের বাকি সবাই আর্জেন্টিনার। সানজিদার কথায়, ‘আমার বাবা-মা, ভাই-বোন ও কলসিন্দুরের এলাকাবাসীর অধিকাংশই আর্জেন্টিনার সাপোর্টার। তাদের ভিড়ে আমরা দুই ভাই-বোনই শুধু ব্রাজিলের ছিলাম। ওই হারের পর আমরা চুপচাপ ছিলাম।’ এবারও বিশ্বকাপের প্রায় সব ম্যাচ দেখার আশা করছেন সানজিদা, ‘রাত ১টার ম্যাচ ছাড়া বাকিগুলো অবশ্যই দেখব। ব্রাজিলের প্রতি সমর্থন একেবারে ছেড়ে দিয়েছি বললে ভুল হবে। কারণ একবার কোনো দলকে ভালোবাসলে তা মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। মনে মনে সমর্থন তো থাকবেই। তবে আমি হলুদ নয়, ব্রাজিলের ব্লু কালারের জার্সি কিনব। ওই জার্সি অনেক সুন্দর। আমার পছন্দের।’

সানজিদা বলেন, আর্জেন্টিনার প্রতি তেমন সহানুভূতি নেই। তবে মেসিকে নিয়ে কিছুটা ভালোবাসা রয়েছে। কাতারেই মেসির শেষ বিশ্বকাপ। তাই সানজিদা ট্রফি জিতেই যেন সম্মানজনকভাবে বিশ্বকাপ থেকে বিদায় নেন মেসি। আসলে কারা বিশ্বকাপ জিতবে তা এত আগে বলা যাবে না। আমি চাই বিশ্বকাপ জিতে মেসি যেন সম্মানের সঙ্গে বিদায় নেন। মেসি বিশ্বকাপ জিততে পারলে ভালো হয়।’

Advertisement