Homeসব খবরবিনোদনব্রাজিলের জয়ে যা বললেন মিম

ব্রাজিলের জয়ে যা বললেন মিম

সোমবর (২৮ নভেম্বর) দিবাগত রাতে ব্রাজিলের জয়ের পর বিদ্যা সিনহা সাহা মিম তার ফেসবুক পোস্টে দেন। এই জয়ে দেশের ব্রাজিল সমর্থকরা উৎসবের আনন্দে মেতে আছে। ব্যতিক্রম নন তারকারাও। সোশ্যাল মিডিয়ায় নিজেদের পছন্দের দলকে নিয়ে স্ট্যাটাসও দিচ্ছেন। মিম তার পোস্টে তিনি লিখেছেন, ‘ভালো খেলেছ ব্রাজিল। পরের খেলায় আরও ভালো করতে হবে।’

এর আগে বাংলাদেশ সময় রাত ১০টায় স্টেডিয়াম ৯৭৪ এ শুরু হয় ম্যাচটি। ১-০ গোলে সুইদের হারায় ব্রাজিল। অবশ্য জয়টি ২-০ গোলের হতে পারতো। ৬৪ মিনিটে গোল করেছিল ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি বা ‘ভিএআর চেকে দেখা যায় গোলটি অফসাইডে ছিল।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে জি গ্রুপের প্রথম দল ও চলমান বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে ব্রাজিল। প্রথম দল হিসেবে নকআউট পর্বে যায় ফ্রান্স। এর আগে বিশ্বকাপের মঞ্চে সুইজারল্যান্ডের সঙ্গে দুইবার দেখা হলেও একবারও সুইসদের হারাতে পারেনি। ১৯৫০ ও ২০১৮ সালের বিশ্বকাপে অনুষ্ঠিত ওই দুই ম্যাচই ড্র হয়। তবে এবার সে খরা কাটিয়ে রেকর্ড গড়ল সেলেসাওরা।

হাইভোল্টেজ ম্যাচটির শুরু থেকেই সুইসদের উপর আক্রমণ চালাতে থাকে ব্রাজিল। ম্যাচের ২৭ মিনিটে ভিনিসিয়াস নিশ্চিত গোল হওয়ার মতো সুযোগ মিস করেন। তার শট দুর্বল হয়ে যাওয়ায় ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ভিনিসিয়াস বল জাড়ে পাঠিয়ে উদযাপন শুরু করেন। কিন্তু ভিএআর তার গোলটি বাতিল করে দেয়। হতাশ হতে হয় ব্রাজিলিয়ান ভক্তদের। গোলশূন্য সমতার দিকে যাওয়া ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসিমিরো ৮৩ মিনিটে বক্স থেকে জোরালো শট নেন। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা রদ্রিগোর পাসে দলকে লিড এনে দেন ক্যাসিমিরো। তার ওই শট ফেরানোর কোন সুযোগই ছিল না সুইস গোলরক্ষক ইয়ান সমারের।

চলমান কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখল ব্রাজিল। ১-০ ব্যবধানে জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Advertisement