Homeসব খবরজাতীয়ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর আসছে

ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর আসছে

ব্যাংক ঋণে সুদহারের সীমা উঠে যাচ্ছে। ঋণের সুদহার বাড়লে আমানতের সুদহারও বাড়বে। এতে স্বস্তি পাবেন আমানতের সুদের ওপর নির্ভরশীল সঞ্চয়কারীরা।

জানা গেছে, আইএমএফের দেওয়া শর্ত অনুযায়ী ঋণের সুদহারের সীমা তুলে দিতে হচ্ছে। আমানতের সুদহারের সীমা আগেই তুলে নেওয়া হয়েছে। ঋণের সুদহার বাড়লে আমানতের সুদহারও ঊর্ধ্বমুখী হবে। এতে করে আমানতের আয় নির্ভর মানুষেরা কিছুটা স্বস্তি পাবেন।

এর আগে ১৫ জানুয়ারি চলতি অর্থবছরের শেষ ছয় মাসের জন্য ঘোষিত মুদ্রানীতিতে ব্যাংকের আমানতের ওপর বেঁধে দেওয়া সুদহার তুলে নেয় বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ভোক্তাঋণের সুদহার ৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হয়। অন্যান্য ঋণের সুদহারের সীমা তুলে নেওয়ার বিষয়টিও বিবেচনাধীন থাকবে বলে নিয়ন্ত্রক সংস্থা জানায়।

মুদ্রানীতি ঘোষণার সময় কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আমানতের সুদহার উম্মুক্ত করায় ও ঋণের সুদহার কিছুটা শিথিল করায় বিষয়টি আমানতের সুদহার বাড়াতে সহায়ক হবে।

ব্যাংকাররা জানান, বর্তমানে মুল্যস্ফীতি যে অবস্থায় রয়েছে তাতে ব্যাংকগুলোকে আমানতের সুদহারও বাড়াতে হয়। তবে ঋণের সুদহার নির্দিষ্ট থাকায় ঋণ ও আমানতের সুদে সমন্বয় করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে ব্যাংকগুলোকে।ব্যাংকগুলোর পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে ঋণ ও আমানতের সুদহার তুলে নেওয়ার দাবি জানানো হচ্ছিল।

তবে ব্যবসায়ীদের আপত্তির কারণে নীতি নির্ধারকরা ঋণের সুদহার বাড়াতে দ্বিধান্বিত ছিলেন। শেষপর্যন্ত আইএমএফের শর্তে ঋণের সুদহার উম্মুক্ত করতে হচ্ছে। এতে করে আমানতের সুদহার বাড়লে আমানতকারীরা ব্যাংকে ফিরবেন এবং ব্যাংকগুলোর তারল্য সংকট কাটানো সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Advertisement