Homeসব খবরআন্তর্জাতিকতুরস্ক ভূমিকম্পের ভ'য়াবহ দৃশ্য ধরা পড়লো টিভি লাইভে

তুরস্ক ভূমিকম্পের ভ’য়াবহ দৃশ্য ধরা পড়লো টিভি লাইভে

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। ধসে পড়েছে কয়েক হাজার ভবন। তেমনি একটি ভবন ধসের দৃশ্য ধরা পড়েছে টেলিভিশন ক্যামেরায়।

আল জাজিরা জানিয়েছে, তুরস্কের মালাটিয়ায় ভূমিকম্পের খবর টেলিভিশনে সরাসরি সম্প্রচার করছিলেন একদল সংবাদকর্মী। ঠিক সেই মুহূর্তে দ্বিতীয়বারের মতো আঘাত হানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমি। এতে একটি বড় ভবন ধসে পড়ে ঠিক তাদের সামনেই। সেই দৃশ্য সরাসরি দেখা যায় টেলিভিশনে। এসময় প্রাণ বাঁচাতে সবাইকে ছোটাছুটি করতে দেখা যায়। এর কয়েক ঘণ্টা আগেই তুরস্ক-সিরিয়ায় আঘাত হানে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।

জানা গেছে, দুই দেশে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২ হাজার ২০০ ছাড়িয়েছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছেন প্রায় দেড় হাজার মানুষ। আর সিরিয়ায় নিহতের সংখ্যা ৭৮৩ জন। দুই দেশে আহত হয়েছেন আরও প্রায় ১০ হাজার মানুষ। তবে উদ্ধারকাজ শেষ না হওয়ায় উভয় দেশে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement