Homeসব খবরক্রিকেটবিপিএলে বিদেশি ক্রিকেটারের সংখ্যা কমাতে চায় বিসিবি

বিপিএলে বিদেশি ক্রিকেটারের সংখ্যা কমাতে চায় বিসিবি

বাংলাদেশের ক্রিকেটের উন্নতির লক্ষ্যে নতুন কিছু প্রদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার মধ্যে অন্যতম এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএলে) বিদেশি ক্রিকেটার কমিয়ে দেশি ক্রিকেটারদের সুযোগ দেওয়া এবং পিচ উন্নয়ন। টি-২০ ক্রিকেটে ভালো ক্রিকেটার বের করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করা হচ্ছে বলেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস।

বিসিবি পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, একাদশে একজন করে দেশি ক্রিকেটারকে বেশি সুযোগ দিলে দেশের ক্রিকেটই উপকৃত হবে। বর্তমান নিয়ম অনুযায়ী বিপিএলের প্রতি একাদশে সর্বোচ্চ ৪ জন করে বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ পেয়ে থাকেন। তিনি বলেন, ‘আগে এক দলে ৪ জন বিদেশি খেলত, এটা কম-বেশি করা যায় কি না ভাবা হচ্ছে। একজন বিদেশি কমিয়ে যদি দেশি খেলোয়াড় একজন বেশি খেলানো হয় তাহলে আমরা উপকৃত হব।’

দেশি ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি আলোচনা চলছে বিপিএলের উইকেটের মান আরও ভালো করার বিষয়েও। একইসাথে অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টেও ভালো মানের উইকেট ব্যবহার করতে চায় বোর্ড। জালাল বলেন, ‘শুধু বিপিএল না, সব টুর্নামেন্টে আমরা ভালো উইকেট চাই। বিপিএলে যাতে প্রচুর রান করতে পারে এজন্য ভালো উইকেট করা হবে, স্পোর্টিং উইকেট, বাউন্সি উইকেট। এই ভাবনা আছে টুর্নামেন্ট কমিটির, উনারা জানেন কী ধরনের উইকেট হওয়া উচিৎ।’

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। সেই বিশ্বকাপের কথা মাথায় রেখে বোর্ড কাজ করছে বলেও জানান তিনি। জালাল বলেন, ‘অক্টোবরে বিশ্বকাপ, আমাদের হাতে অনেক সময় আছে। বিপিএলের পর অন্যান্য টুর্নামেন্টে আমাদের কী কী পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিয়ে বিসিবি চিন্তাভাবনা করছে।’

জালাল ইউনুস জানান, টি-টোয়েন্টিতে ভালো করার জন্য বিপিএল নিয়মিত আয়োজন করতে হবে। তার ভাষায়, ‘আমরা বিপিএলকে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট ধরি। প্রিমিয়ার লিগের দল নিয়েও টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলাতে পারি। তাছাড়া তো আর কোনো টুর্নামেন্ট নেই। বিপিএল না খেললে আর টি-টোয়েন্টি টুর্নামেন্ট কোথায়? টি-টোয়েন্টি খেলোয়াড়ের জন্য বিপিএল তো খেলতেই হবে। এটা খুব গুরুত্বপূর্ণ।’

Advertisement