Homeসব খবরক্রিকেটআমি আসলে তখন নিচের দিকে তাকিয়ে গার্ড নিচ্ছিলাম :...

আমি আসলে তখন নিচের দিকে তাকিয়ে গার্ড নিচ্ছিলাম : নওয়াজ

গতকাল পাকিস্তান বাংলাদেশ ম্যাচে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মাহমুদউল্লাহ রিয়াদের করা শেষ ওভারের শেষ বলটি না খেলে ছেড়ে দেন পাকিস্তানের ব্যাটসম্যান নওয়াজ। আর এটা নিয়েই চারদিকে তৈরি হয়ে সমালোচনা। অনেকেই মনে করেন নওয়াজ ইচ্ছে করে বলটি ছেড়ে দিয়েছিলেন।

গতকাল ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় নওয়াজ বলেছেন তিনি ইচ্ছে করে করেননি এমনটা। লো-স্কোরিং সেই ম্যাচের শেষটা হয়েছে টান টান উত্তেজনায়। শেষ ওভারে যখন পাকিস্তানের জয়ের জন্য ৮ রান দরকার তখন বল নিজের হাতে তুলে নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ৷

ঐ ওভারে তিনটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ম্যাচ জয়ের স্বপ্নও বাঁচিয়ে রেখেছিলেন তিনি৷ ম্যাচ টেনে নিয়ে গিয়েছিলেন একেবারে শেষ বল পর্যন্ত। পাকিস্তানের জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ২ রান। আর তখনই এক অপ্রচলিত ঘটনার সাক্ষী হয় ম্যাচটি৷

মাহমুদউল্লাহ রিয়াদ ওভারের শেষ বলটি করলে একেবারে শেষ মুহূর্তে তা না খেলেই ছেড়ে দেন স্ট্রাইকিং প্রান্তে থাকা মোহাম্মদ নওয়াজ। বল সরাসরি আঘাত করে স্টাম্পে৷ তবে, মোহাম্মদ নওয়াজ বলটি ছেড়ে দেওয়ায় বলটিকে বাতিল বলে ঘোষণা করে দেন আম্পায়ার৷ অথচ টিভি রিপ্লেতে দেখা যায়, রিয়াদের বল ছোঁড়ার মুহূর্তেও তা মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিলেন নওয়াজ। তাই ম্যাচ শেষে মাহমুদউল্লাহ রিয়াদ তার স্পোর্টসম্যানশিপের জন্য প্রশংসা পেলেও সমালোচনার মুখোমুখি হয় পাকিস্তানের এই ব্যাটার

ম্যাচ শেষে অবশ্য বল ছেড়ে দেওয়ার কারণ ব্যাখা করেছেন মোহাম্মদ নওয়াজ । পাকিস্তান ক্রিকেট বোর্ডের টুইটার অ্যাকাউন্ট থেকে আপলোড হওয়া এক ভিডিওতে তাকে বলতে দেখা যায়, ‘আমি আসলে তখন নিচের দিকে তাকিয়ে গার্ড নিচ্ছিলাম৷ সে (মাহমুদউল্লাহ) বল ছুঁড়ে দেওয়ার পরই আমি ওপরে তাকিয়েছি৷ আর তাই তখন তাকে আটকে দিয়েছিলাম।’

Advertisement