Homeসব খবরজাতীয়‘বিদেশি ইস্যু নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে...

‘বিদেশি ইস্যু নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশি ইস্যু নিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে। আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না।

শুক্রবার সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা পৌর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আজকে যারা বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে ইমাম-ওলামা পরিষদসহ কয়েকটি সংগঠনের মিছিল থেকে পৌর আওয়ামী লীগের সম্মেলন মঞ্চে হামলা ভাঙচুর, ব্যানার ছিঁড়েছে, চেয়ার ভেঙেছে- তারা কোন ধরনের মুসলমান আমাদের জানা আছে। প্রশাসনকে বলে যাচ্ছি, ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরও গ্রেপ্তার করা হবে। এ ধরনের বিশৃঙ্খলা কোনভাবেই বরদাশদ করা হবে না।

তবে রাসুল (সা.)-এর অবমাননা যেখানেই হোক বিশ্বের যে প্রান্তেই হোক, আমরা তার তীব্র নিন্দা জানাই। সেই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস্ উল আলম হীরু। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও সুফুরা বেগম রুমি এবং জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি।

Advertisement