Homeসব খবরজাতীয়বাসে অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাসে অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাড়তি ভাড়া আদায় বন্ধের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সকাল ১০ থেকে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা। এসময় শিক্ষার্থীরা আগামী শনিবারের মধ্যে দাবি মেনে না নেয়া হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা কলেজের সামনে মিরপুর রোড বন্ধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। অর্ধেক ভাড়া নেয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

জানা গেছে, শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নেয়ায় ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় কয়েকটি বাস থেকে যাত্রীদের নামিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। কলেজের সামনের সড়কে চলাচল করা বাস আটকে দেন শিক্ষার্থীরা। পরে হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, এ রুটে প্রতিদিন অনেক শিক্ষার্থী চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্বব্যবহার করেন। হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা বাস আটকে দিয়ে বিক্ষোভ করছেন।

এর আগে রাইদার একটি বাসে উঠে অর্ধেক ভাড়া দেয়ায় হেনস্তার শিকার হন এক শিক্ষার্থী। তাকে ঘাড়ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়া হয়। সোমবার দুপুরে রামপুরায় বিটিভি ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেয়া, নারী ও প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষণের আশ্বাসে আটকে দেয়া অন্তত ৫০টি বাস ছাড়িয়ে নেয় রাজধানীর পোস্তগোলা থেকে দিয়াবাড়ী এলাকায় চলাচল করা রাইদা পরিবহন।

মঙ্গলবার চিকিৎসার জন্য সাহায্য চাইতে রাইদার বাসে ওঠা এক শিশুকে চলন্ত অবস্থায় নামিয়ে দেয়ার সময় আহত হয়ে সে মারা যায়। সেই রেশ কাটতে না কাটতেই সোমবার আবারও রাইদা পরিবহনের বেপরোয়া আচরণের শিকার হন শিক্ষার্থী।

এদিকে, সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়তি ভাড়া আদায় বন্ধে অভিযান চালাচ্ছে বিআরটিএ। এরই মধ্যে কয়েকটি বাসকে করা হয়েছে জরিমানা।

এর আগে বুধবার অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএ’র ১১টি ভ্রাম্যমাণ আদালত ঢাকা ও চট্রগ্রামে অভিযান চালায়। এসময় তারা ৬০টি গণপরিবহনকে ২ লক্ষ ৪৬ হাজার টাকা জরিমানা করে। এছাড়া একই কাজ পুনরাবৃত্তি করায় তিনটি গাড়িকে ড্যাম্পিং স্টেশনে পাঠানো হয়।

Advertisement