Homeসব খবরক্রিকেট`বাবর পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা টি-২০ ব্যাটসম্যান'

`বাবর পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা টি-২০ ব্যাটসম্যান’

বাবর আজম বর্তমান বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। ক্রিকেটের সব সংস্করণে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন সমান তালে। তবে ক্রিকেটের ছোট সংস্করণে তার দাপট একটু বেশিই বলা যায়। এই সংস্করণে আইসিসির র‍্যাংকিংয়ের সেরা ব্যাটসম্যান তিনি।

এবারের টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিকও তিনি। তবে বাংলাদেশের সাথে এই তারকা ব্যাটসম্যানর ব্যাট হাসছে না। দুই ম্যাচ মিলিয়ে করেছেন ৭ রান। আর এই ৭ রান করেই হয়ে গেছেন অনন্য এক রেকর্ডের মালিক।

মোহাম্মদ হাফিজকে পেছনে ফেলে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক এখন বাবর আজম। মাত্র ৬৪ ইনিংস খেলে বাবরের রান ২ হাজার ৫১৫। ১০৮ ইনিংস খেলে হাফিজ করেছেন ২ হাজার ৫১৪ রান। আর ১১০ ইনিংসে শোয়েব মালিক করেছেন ২ হাজার ৪২৩ রান।

হাফিজের চেয়ে ৪৪ ইনিংস কম খেলেছেন বাবর। ক্যারিয়ারের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন বাবর। চলতি পঞ্জিকাবর্ষে বাবর টি-টোয়েন্টিতে ২২ ইনিংসে রান করেছেন ৮৩৪টি। তার সামনে আছেন কেবল মোহাম্মদ রিজওয়ান।

Advertisement