Homeসব খবরবিনোদনবাগেরহাট-৩ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়ক শাকিল খান

বাগেরহাট-৩ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়ক শাকিল খান

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা শাকিল খান। দীর্ঘ সময় ধরে সিনেমা থেকে দূরে রয়েছেন তিনি। তবে বর্তমানে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের হয়ে রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন এই তারকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল মোংলা) আসনে মনোনয়ন প্রত্যাশী ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক।

সংসদ সদস্য নির্বাচিত হলে তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে রামপাল-মোংলার উন্নয়নে কাজ করবেন।শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলানিউজকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা জানান।

চিত্রনায়ক শাকিল খান বলেন, এই মাটিতেই আমার জন্ম। এখানেই বেড়ে ওঠা। আমার-বাবা দাদারাও এখানকার মানুষ। মূলত আমি রাজনীতির মানুষ। এক সময় রাজনীতি করতাম। রাজনীতি থেকেই চলচ্চিত্রে আসা। আমি যখন চলচ্চিত্রে এসেছিলাম, তখন রাজনীতি থেকে কিছুটা দূরে চলে গিয়েছিলাম। কারণ তখন জামায়াত বিএনপির লোকেরা আমরা যারা আওয়ামী লীগ করি তাদের ওপর অনেক ধরনের টর্চার করত, তাই কিছুটা দূরে ছিলাম। এখন দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে আছি। গত সংসদ নির্বাচনেও আমি মনোয়ন চেয়েছিলাম। প্রধানমন্ত্রী বলেছেন কাজ কর, আমি কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও কাজ করে যাবো।

চিত্রনায়ক শাকিল খান বলেন, মোংলা-রামপালে কিন্তু অনেক কাজের জায়গা রয়েছে। মোংলা-রামপালের মাঝে একটি ঝুলন্ত ব্রিজ হওয়ার কথা ছিল হয়নি। রাস্তাঘাটগুলো আরও বড় হওয়ার কথা ছিল হয়নি। সুন্দরবন কেন্দ্রিক পর্যটনকেন্দ্র হওয়ার কথা ছিল হয়নি। লবণাক্ত জমিগুলোকে চাষাবাদের উপযোগী করার কথা ছিল তাও হয়নি।

তিনি বলেন, রামপাল-মোংলা শিল্প কলকারখানা হলেও, আমাদের ছেলে-মেয়েদের চাকরি হয়নি। এসব নিয়ে মোংলা রামপালে ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে। আমাকে যদি সেই দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি এসব সংকট পূরণে কাজ করব।

সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে এই অঞ্চলের মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া ঘোষণা দেন জনপ্রিয় এই চিত্রনায়ক।

পরে চিত্রনায়ক শাকিল খান নেতাকর্মীদের নিয়ে রামপাল উপজেলার রনসেন মোড় ও চাকশ্রিবাজারে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ করেন। অনেকেই প্রিয় নেতাকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন। কোনো কোনো ভক্ত আবার নায়কের সঙ্গে দেখা হওয়ার স্মৃতিকে স্থায়ী করতে সেলফিও তুলেছেন। নেতাকর্মী ও রামপাল মোংলাবাসীর উন্নয়নে কাজ করা প্রতিশ্রুত দেন চিত্রনায়ক শাকিল খান।

প্রসঙ্গত, ১৯৯৪ সালে ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন শাকিল খান। প্রথম সিনেমা দিয়েই জয় করে নিয়েছিলেন ঢালিউড। এরপর ‘এই মন তোমাকে দিলাম’, ‘পাহারাদার’, ‘বিয়ের ফুল’, ‘নারীর মন’, ‘কষ্ট’সহ অসংখ্য জনপ্রিয় ভলভভিত্র উপহার দেন তিনি।

Advertisement