Homeসব খবরক্রিকেটবাংলাদেশে প্রতিভা আছে অনেক : আফ্রিদি

বাংলাদেশে প্রতিভা আছে অনেক : আফ্রিদি

তিন ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। কিন্তু এই তিন ম্যাচে দুই দলের রানের গড় খুবই কম। নিজ দেশ দাপট দেখালেও মিরপুরের উইকেট নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেট শহিদ আফ্রিদি। তার মতে, এই উইকেটে খেললে উন্নতি হবে না বাংলাদেশের। প্রথম ম্যাচে বাংলাদেশ করতে পারে ১২৭ রান। পরেরটিতে ১০৮, শেষ ম্যাচে ১২৪। এই রান তাড়া করতেও প্রথম ও শেষ ম্যাচে বেশ ভোগান্তি হয়েছে পাকিস্তানের।

ধীরগতির উইকেটে মোটেও সুবিধা করতে পারেননি পাকিস্তানের স্ট্রোকমেকাররা। দুই দল মিলিয়ে গোটা সিরিজে ফিফটি হয়েছে একটি। তিন ম্যাচ মিলিয়ে একজন ব্যাটসম্যানের রানও তিন অঙ্ক ছুঁতে পারেনি। এ কারণেই মিরপুরের উইকেটকেই দায় দিচ্ছেন আফ্রিদি। তিনি টুইটারে বলেন, ‘বাংলাদেশের গভীর উপলব্ধি প্রয়োজন, তারা কি এই ধরনের পিচে খেলে জিততে চায় এবং দেশের বাইরে ও বিশ্বকাপে মলিন পারফরম্যান্স দিতে চায়? তাদের প্রতিভা আছে অনেক, খেলাটির প্রতি আবেগ তীব্র। কিন্তু উন্নতি করতে হলে ভালো পিচের প্রয়োজন জরুরিভাবে।’

উইকেট বাজে থাকলেও ৩-০তে সিরিজ জিতেছে পাকিস্তান। আফ্রিদি বলেন, ‘অভিনন্দন পাকিস্তান!! শেষদিকে অবশ্য একটু অস্বস্তিকরভাবে কাছাকাছি চলে গিয়েছিল। তবে জয়ের পথ ধরে তাদেরকে এগোতে দেখাটা দারুণ। জয়ের ধারাবাহিকতা ধরে রাখা গুরুত্বপূর্ণ।’

Advertisement