Homeসব খবরবিনোদনবাংলাদেশের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে : নোরা ফাতেহি

বাংলাদেশের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে : নোরা ফাতেহি

গত শুক্রবার রাতে সন্ধ্যায় ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে অংশ নেন এই বলিউড নৃত্যশিল্পী।

‘কুসু কুসু…’ নোরার জনপ্রিয় একটি আইটেম সং ঈগল ড্যান্স গ্রুপের ছেলে- মেয়েদের পারফর্মেন্সর সাথে মঞ্চে প্রবেশ করেন নোরা ফাতেহি। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ভর্তি দর্শকরা হাততালি আর উল্লাসে ফেটে পড়েন। নোরা এই গানের সাথে পারফরম্যান্স না করলে দু একটি মুদ্রা পরিবেশন করে দর্শক শ্রোতাদের আনন্দ দেন। নোরার একবার ঢাকা আসার কথা ছিলো তা আটকে যায়। তবে ভিন্ন এক আয়োজনে অবশেষে ঢাকার মঞ্চে দেখা গেলো বলিউড তারকা, নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে।

মঞ্চে উঠেন আসেন রাত সাড়ে নটায়। উঠেই জানালেন শুভেচ্ছা। বলেন, ঢাকায় আসতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত। দ্বিতীয়বারের মতো আমার এখানে আসা। উপস্থিত সবাইকে উড়ন্ত চুমু ছুড়ে দিয়ে বলেন, এতো সুন্দর রাতের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের উঞ্চ আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। ‘কাম ব্যাক এগেইন ‘ বলে ঘোষণা দিলেন নোরা। এই অভিনেত্রী।

মঞ্চে প্রায় ২৫- ৩০ মিনিটের মতো উপস্থিত থাকলেও কোনো পারফর্ম করেননি নোরা। তবেইসরাত জাহান মারিয়া বলেন, নোরা বাংলাদেশে আসায় তাকে ধন্যবাদ জানাই। এবার হয়তো পারফরম্যান্স করা হলো আগামি বছর আসলে অবশ্যই পারফর্ম করবেন আশা করি।

এদিন দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন এই বলিউড অভিনেত্রী। সেখানে গোলাপি ট্রাউজার ও হুডি, সঙ্গে কালো রোদচশমায় বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে। আয়োজক প্রতিষ্ঠান বিমানবন্দর থেকে তাকে সোজা লা মেরিডিয়ান পাঁচ তারকা হোটেলে নিয়ে যান। সেখানে রাতে থেকে শনিবার সকালে ঢাকা ছাড়বেন নোরা জানালেন আয়োজক ইশরাত জাহান মারিয়া। বলিউড ‘আইটেম গার্ল’ নোরাকে দেখতে টিকিট কেটে এন্ট্রি পাস নিতে উপস্থিত হন দর্শক-ভক্তরা । ছিলেন দেশীয় তারকাদেরও বেশ কয়েকজন।

অনুষ্ঠানের শুরুতেই নোরার হাত থেকে অ্যাওয়ার্ড নেবার কথা থাকলেও রাত ৯টার পর উপস্থিত হন নোরা ফাতেহি। এর আগে অনেকের হাতেই তুলে দেওয়া হয় অ্যাওয়ার্ড। বাংলাদেশের নারী ফুটবলার সানজিদা আক্তার অ্যাওয়ার্ড পেয়ে বলেন, এমন একটা আয়োজনে আমাকে মূল্যায়ন করায় সবার প্রতি কৃতজ্ঞ। খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে। অনুষ্ঠানে ভিআইপি ১৫ হাজার টাকা, গোল্ড ১০ হাজার ও সিলভার ৫ হাজার টাকা মূল্যে টিকিট বিক্রি করা হয়।

মঞ্চে পূজা চেরিকে আমন্ত্রণ জানালে বলেন, নারীদের নিয়ে এমন একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ। যারা পুরষ্কার পেয়েছেন তাদের প্রতি শুভকামনাও জানান তিনি। পরে নোরার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন পূজা চেরি। নোরার হাত থেকে ৭ টি পুরস্কার তুলে দেবার কথা থাকলেও পরে আয়োজকদের অনুরোধে বেশ কয়টি পুরস্কার তুলে দেন তিনি।

উইমেন লিডারশিপ করপোরেশনের কর্ণধার ইসরাত জাহান মারিয়া। তিনি গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড নামের এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন ২০১৯ সাল থেকে। নারী উদ্যোক্তা ও নারী উন্নয়নে বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড দেয়া হয় জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের নারীরা বর্তমানে অনেক এগিয়ে যাচ্ছে। দিনে দিনে এটা আরো বাড়বে। তাদেরকে একটু হলেও উৎসাহ দেবে আমাদের এই আয়োজন, সেই চেষ্টাটাই করছি।

তিনি আরও বলেন, অনেক প্রতিকূলতার পরে অনুষ্ঠানটটি সফল করতে পেরেছি। আজকের এই অনুষ্ঠানটি করার পেছনে মাননীয় তথ্যমন্ত্রী যেভাবে সহযোগিতা করেছেন সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এসময় তিনি দেশের সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঢাকায় অনুষ্ঠান করে কাতার বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা নোরার, সেখানে থিম সংয়ে তার নাচার কথা রয়েছে।ফিফা বিশ্বকাপ ২০২২ এর থিম সং লাইট দ্যা স্কাই (Light The Sky) গানে পারফরম্যান্স করবেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সদ্য মুক্তি পেয়েছে সেই গান।মরক্কোর বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়।পাঁচ বছর আগে বলিউড অভিষেক হয় তার।

হিন্দির পাশাপাশি তেলেগু, মালয়লাম ও তামিল ছবিতেও নোরা ফাতেহির সরব উপস্থিতি নজর কাড়ে। কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস-৯ ’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তার পারফরম্যান্স সবার চোখে ‘সেরা’।

Advertisement