Homeসব খবরজেলার খবরবগুড়ায় সরিষা আবাদে রেকর্ড - মাঠে মাঠে হলুদের আভা

বগুড়ায় সরিষা আবাদে রেকর্ড – মাঠে মাঠে হলুদের আভা

গত দশ বছরর মধ্যে এবার বগুড়ায় সবচেয়ে বেশি সরিষার আবাদ হয়েছে। এটি সরিষা আবাদে বগুড়ায় রেকর্ড বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন। গ্রামের পর গ্রামের মাঠ এখন সরিষার হলুদ ফুলে ভরা। আর কিছুদিন পরেই কৃষকরা আবাদ মাঠ থেকে ঘরে তুলতে শুরু করবেন। লাভজনক ফসল হিসাবে কৃষকরা সরিষা আবাদের দিকে ব্যাপকভাবে ঝুঁকেছে।

গত বছর সরিষার দাম ভালো পাওয়ায় কৃষকরা এখন এনিয়ে নতুন করে স্বপ্ন বুনছেন। তাদের আশা এবারও তারা ভালো দাম পাবেন। সরিষা আবাদে ভালো ফলনের আশায় এবার পতিত জমিও আবাদে ভরে উঠেছে। কৃষি বিভাগ বলছে ভোজ্যতেলের চাহিদা মেটাতে সরিষা আবাদে কৃষকদের উৎসাহ ও প্রণোদনামূলক সার এবং বীজ দেওয়ায় জেলার কৃষকরা সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক এনামুল হক বলেন, এবার বগুড়ায় ৩০ হাজার কৃষককে সরিষা আবাদে বীজ ও সার দেওয়া হয়েছে।

Advertisement