Homeসব খবরবিনোদনপ্রধানমন্ত্রী ফেরদৌসকে অনেক ভালোবাসেন : ইলিয়াস কাঞ্চন

প্রধানমন্ত্রী ফেরদৌসকে অনেক ভালোবাসেন : ইলিয়াস কাঞ্চন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। দুই বাংলার জনপ্রিয় এই নায়কের নৌকার মাঝি হওয়ার পর বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী ও শিল্পী সমাজের পক্ষে থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার বেলা ১২ টার দিকে বিএফডিসিতে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, নির্মাতা কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, শাহীন সুমন, অভিনেত্রী সুজাতা, নূতন, অঞ্জনা রহমান, নিপুণ আক্তার, চিত্রনায়ক রিয়াজ, ইমনসহ চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

এ সময় ফেরদৌসকে উদ্দেশ করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ঢাকা ১০ আসনের মত একটি গুরুত্বপূর্ণ আসনে প্রধানমন্ত্রী তোমাকে মনোনয়ন দিয়েছেন। তুমি এই আসনের মানুষগুলোর কথা চিন্তা করবে। আমি আগেই বলেছি, অনেক রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। শহীদ-বুদ্ধিজীবীদের যেভাবে সন্মান দেওয়া দরকার ছিল আমরা কিন্তু সেভাবে সন্মান দিতে পারি না। ৫২ বছর পার হয়ে গেছে কিন্তু শহীদ-বুদ্ধিজীবীদের চাওয়া-পাওয়াকে আমরা পূরণ করতে পারিনি। শহীদ-বুদ্ধিজীবীদের কথা চিন্তা করে যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই তোমার কর্মকে সমাধান করবে। বড় ভাই হিসেবে এটাই আমার চাওয়া।’

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আপনারা জানেন আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। কারণ আমি (নিরাপদ সড়ক চাই) আন্দোলন করি, সেটার জন্য আমাকে অনেক ধৈর্য ধরতে হয়। অনেক আগেই ছোটভাই ফেরদৌসকে আমি বলেছিলাম- তুমি আসছো। আমার জানাই ছিল ফেরদৌসকে প্রধানমন্ত্রী অনেক ভালোবাসেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই।’

ফেরদৌস তার বক্তব্যে বলেন, ‘আমাকে এই সম্মান জানানোর জন্য সত্যিই আমি আনন্দিত। বন্ধু ও সহকর্মীদের পাশে পেয়ে আমি অভিভূত। প্রধানমন্ত্রীর কল্যাণে আমি ঢাকা-১০ আসনে মনোনয়ন পেয়েছি। আপনাদের সবাইকে আমি আমার পাশে চাই, সামনে চাই। আমি চাই আপনারা আমাকে যেভাবে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে গেছেন, আগামীতেও ঠিক সেভাবেই এগিয়ে নিয়ে যাবেন।’

Advertisement