Homeসব খবরবিনোদনপ্রথমবার পদ্মা সেতুতে টোল দিয়ে যা বললেন জায়েদ খান

প্রথমবার পদ্মা সেতুতে টোল দিয়ে যা বললেন জায়েদ খান

বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকা থেকে পিরোজপুরে যান জায়েদ খান। যাত্রাপথে পদ্মা সেতু পার হতে টোল দেওয়ার সময়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। এতদিন ফেরিতে করে প্রমত্তা পদ্মা পাড়ি দিয়ে বাড়ি যেতেন তিনি। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর এবারই প্রথম সেতু পার হয়ে নিজ এলাকায় গেলেন এ নায়ক।

ক্যাপশনে নায়ক লিখেছেন, ‘প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়ে বাড়িতে আসলাম। আমরা দক্ষিণ বাংলার মানুষ সত্যিই ভাগ্যবান।’

পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ এদিন রাত ৮টার দিকে ফেসবুকে আরেকটি পোস্ট দেন জায়েদ খান। পিরোজপুরে চেক-ইন দিয়ে তিনি লিখেছেন, ‘প্রাণের শহর’।

প্রসঙ্গত, বাংলাদেশের বুকে সবচেয়ে বড় অবকাঠামোর নাম পদ্মা সেতু। গত ২৬ জুন ভোর ৬টা থেকে সেতুতে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই সেতুকে এক নজর দেখতে দেশের নানা প্রান্ত থেকে অনেকেই ছুটে গিয়েছেন। এখনও অনেকেই যাচ্ছেন। সেতুর কারণে দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ হয়েছে। কমেছে সময়ের ব্যবধান।

Advertisement