Homeসব খবরবিনোদনপ্রতি মাসে দর্শকদের অন্তত একটি করে গান উপহার দেওয়ার...

প্রতি মাসে দর্শকদের অন্তত একটি করে গান উপহার দেওয়ার পরিকল্পনা আছে : হিরো আলম

সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিওর মাধ্যমে হইচই ফেলা বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো- সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি বিকৃতভাবে গান গাওয়ার অভিযোগে হিরো আলমের ডাক পড়ে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাই’ম বিভাগে। সেখানে তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর থেকেই নতুন করে আলোচনায় উঠে এসেছে তার নাম।

হিরো আলম জানান, ‘কয়েক দিন আগে আমাকে ডিবি ডেকেছিল। সেখানে আমার নাম নিয়ে প্রশ্ন তোলা হয়। তারা জিজ্ঞেস করে, ‘হিরো বলতে কি বোঝায়। তুই হিরো বলতে বুঝিস। আয়নায় দেখেছিস কি না নিজেকে। আজ থেকে তোর হিরো নাম পাল্টে নিবি।’ আমি একটা কথাই বলতে চাই, আল্লাহর সৃষ্টি করা মানুষকে চেহারা দিয়ে হিরো করা যায় না। হিরো তাকেই বলা যায়, যখন কেউ ন্যায়-নীতির কথা বলবে, সংগ্রামের পথে লড়বে, সফলতা অর্জন করবে।’

হিরো আলম আরও বলেন, ‘মানুষের মন না জাগলে রাজনীতি করতে পারবেন না। তাই আগে মনকে জাগাতে হবে। আপনি জেগে উঠলে, জনগণ জেগে উঠবে। আপনি শক্তিশালী হলে, জনগণ শক্তিশালী হবে। তাই আপনাকে আগে মনের রাজনীতি করতে হবে, তারপর জনগণের রাজনীতি। তাহলে দেখবেন, সুন্দর একটি পৃথিবী গড়ে উঠবে।’

মিউজিক ভিডিওতে পরিচিতি পেয়ে অভিনয় শুরু করেন হিরো আলম। এরপর গানের জগতে প্রবেশ করেন তিনি। কদিন পরপরই নিজের ইউটিউব চ্যানেলে নতুন নতুন গান প্রকাশ করেন, যা কি না ঘণ্টা পেরুতেই লাখ লাখ ভিউ হয়। বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা, আরবিসহ বিভিন্ন ভাষার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গানগুলো কাভার করতে দেখা যায় তাকে।

হিরো জানান, ‘সত্যি বলতে আমি কোনো গায়ক নয়, শখের বসে গান করি। মূলত বাড়তি বিনোদন দিতেই আমি গান করি। মানুষ যেহেতু আমার গান ভালোবাসে, তাই প্রতি মাসে দর্শকদের অন্তত একটি করে গান উপহার দেওয়ার পরিকল্পনা আছে। কোন সাইটে হিরো আলম নেই। আমার ফ্যান-ফলোয়ার কত আছে সেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় গেলেই দেখতে পারবেন। আমার প্রচুর ফ্যান ফলোয়ার, এটা তো আমি বললে হবে না। আপনারা নিজেরাই যাচাই করে দেখবেন।’

হিরো আলম আরও বলেন, ‘দর্শকদের ভালোবাসার কারণেই আমি এতদূর আসতে পেরেছি। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো ভালো কাজ করতে চাই। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন।’

Advertisement