Homeফুটবলপ্যারাগুয়েকে হারিয়ে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির নতুন রেকর্ড

প্যারাগুয়েকে হারিয়ে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির নতুন রেকর্ড

দেশের জার্সিতে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার ইতিহাসে যুগ্মভাবে নিজের নাম লিখিয়ে ফেললেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা জেভিয়ার মাসচেরানোর ১৭৪ ম্যাচের পাশে এখন মেসির নাম। অপেক্ষা ছাড়িয়ে যাবার।

কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হয় ‘এ’ গ্রুপের এ ম্যাচ। খেলার দশম মিনিটেই গোল পায় ১৪ বারের চ্যাম্পিয়নরা। আলেজান্দ্রো দারিও গোমেজের গোলে ১-০ জয় পায় লিওনেল মেসির দল আর্জেন্টিনা।

ওই এক গোলের ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। পরে ফুল সময় অতিবাহিত হলেও আর কোনও গোলের দেখা পায়নি কোনও দলই।

আজ প্যারাগুয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে শুরু করে আলবিসেলেস্তরা। ফলও পেয়ে যায় দ্রুতই। ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় তারা। অ্যাঞ্জেল ডি মারিয়ার থ্রো করা বল বক্সের মধ্যে পেয়ে যান গোমেজ। ডান পায়ের দুর্দান্ত শটে তিনি পরাস্ত করেন প্যারাগুয়ের গোলরক্ষক অ্যান্টোনি ডি সিলভাকে।

এই গোলের কয়েক মিনিট পরই অবশ্য ডি বক্সের সামনে ফ্রি কিক পেয়েছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির নেয়া সেই কিকটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এদিকে, চলতি আসরে প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করা আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে পরাজিত করেছে শক্তিশালী উরুগুয়েকে। রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে এই জয় মেসিদেরকে এনে দিয়েছে আত্মবিশ্বাস। অবশেষে আজ প্যারাগুয়েকেও হারালো মেসির দল।

Advertisement