Homeসব খবরবিনোদনপুষ্প টু'তে দ্বিগুণ পারিশ্রমিক চান আল্লু অর্জুন

পুষ্প টু’তে দ্বিগুণ পারিশ্রমিক চান আল্লু অর্জুন

দক্ষিণ ভারতীয় সিনেমায় আল্লু অর্জুন এখন অপরিহার্য নাম। এ আইকন স্টার নিজের রাজ্য, দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে আলোচিত। তাঁর ‘পুষ্প : দ্য রাইজ’ সিনেমা ব্লকবাস্টার হয়েছিল। এখন ভক্তরা এ সিনেমার দ্বিতীয় কিস্তির অপেক্ষায়। সিনেমাটির দ্বিতীয় কিস্তি, অর্থাৎ ‘পুষ্প : দ্য রুল’-এর প্রি-প্রডাকশনের কাজ নিয়ে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন পরিচালক সুকুমার। শোনা যাচ্ছে, এ বছরের জুলাই থেকে দ্বিতীয় কিস্তির শুট শুরু হবে।

এবার নতুন খবর হচ্ছে, সিমেমাটির দ্বিতীয় কিস্তিতে পারিশ্রমিক দ্বিগুণ করেছেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। পারিশ্রমিক বাড়িয়েছেন পরিচালকও। হায়দরাবাদের একটি সূত্রে বলিউড হাঙ্গামার বিশেষ প্রতিবেদন, ‘পুষ্প : দ্য রাইজ’ সিনেমায় আল্লু অর্জুন পারিশ্রমিক নিয়েছিলেন প্রায় ৪৫ কোটি রুপি। দ্বিতীয় কিস্তিতে এই সুপারস্টার পারিশ্রমিক দ্বিগুণ করে নিচ্ছেন ৮৫ কোটি রুপি; যা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড। প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুধু আল্লু অর্জুন নন, পরিচালক সুকুমারও সিক্যুয়েলের জন্য পারিশ্রমিক অনেক বাড়িয়ে দিয়েছেন। যদিও পরিচালক সুকুমারকে কত পারিশ্রমিক দেওয়া হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়।

সুকুমার পরিচালিত ‘পুষ্প : দ্য রাইজ’ গত বছরের ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালয়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পায়। অন্ধ্র প্রদেশের চিত্তোর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের চোরাকারবারি নিয়ে সিনেমার গল্প; যেখানে দেখানো হয়েছে লাল চন্দন কাঠের চোরাকারবার। বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি। দর্শক এখন অপেক্ষায় সিনেমাটির দ্বিতীয় পার্টের জন্য; যেখানে পুষ্পর সঙ্গে লড়াই জমবে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করা মালয়ালাম অভিনেতা ফাহাদ ফাসিলের।

Advertisement