Homeসব খবরজাতীয়পুলিশের ওপর জনগণের আস্থা বেড়েছে : প্রধানমন্ত্রী

পুলিশের ওপর জনগণের আস্থা বেড়েছে : প্রধানমন্ত্রী

আজ রোববার সকালে পুলিশ সপ্তাহ-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘জরুরি সেবা ট্রিপল নাইনের মাধ্যমে সেবা দিয়ে পুলিশ দ্রুত মানুষের পাশে দাঁড়াচ্ছে। এতে তাদের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে।’

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের তৈরি করা অস্থিতিশীল পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবিলা করে পুলিশ বাহিনী দেশে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনে। নিজের জীবনের ঝুঁকি নিয়েও তারা কাজ করেন। পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও সুযোগ সুবিধা বৃদ্ধিতে তার সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, পুলিশের বাজেট বৃদ্ধি, প্রশিক্ষণ, থানা বাড়ানো, বেতন ভাতা বাড়ানো, জনবল নিয়োগ, র‍্যাবের ব্যাটেলিয়ন বাড়ানোসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার।

বিএনপি মানুষ হ’ত্যা করে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সবসময় ধ্বং’সের কার্যক্রম চালায়, আ’গুন স’ন্ত্রাস ও হা’মলা চালিয়। অ’গ্নিসন্ত্রা’স, বৃক্ষ কর্তন, রাস্তা কেটে ফেলা নানা ধরনের কাজ তারা করেছে, এমনকি পুলিশের ওপর আ’ক্রমণ করেছে। যেভাবে পুলিশের সদস্যদের তারা নির্ম’মভাবে মেরেছে সেটা সত্যিই ভাষায় বর্ণনা করা যায় না। এই ধরনের ঘৃণ্য কাজ করে তারা দেশে একটা অশান্ত পরিবেশ তৈরি করতে চেয়েছিল। কত মানুষকে তারা হ’ত্যা করেছে তার কোনো সীমা নেই।

শেখ হাসিনা বলেন, মনে রাখবেন, জাতির পিতার দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিজয়, যা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে, আপনাদের পূর্বসূরিদের রক্তের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতাকে সকল আঘাত থেকে রক্ষা করতে হবে। এই রাজারবাগে যারা শহীদ হয়েছিলেন, তাদের কথা মনে রাখতে হবে। তারা আপনাদেরই ভাই। তাদের রক্ত যেন বৃথা না যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, আমার বিশ্বাস, জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে দেশের আভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, গণতন্ত্রকে সমুন্নত রাখতে প্রত্যেক পুলিশ সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানে পুলিশ সপ্তাহের প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। তার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাহস ও বিরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সার্ভিসের কৃতি সদস্যদের পুলিশ পদক দেন।

Advertisement