Homeসব খবরজাতীয়পাম্পে তেল না পেয়ে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ

পাম্পে তেল না পেয়ে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ

পাম্পে তেল না পেয়ে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করা হয়েছে। এদিকে শুক্রবার রাত ১২টা থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। নতুন দাম অনুযায়ী লিটারপ্রতি অকটেন ১৩৫, পেট্রোল ১৩০, ডিজেল ও কেরোসিন ১১৪ টাকায় বিক্রি হবে।

এক বাইক চালক জানান, সরকার তেলের নতুন দাম নির্ধারণ করেছে। তা কার্যকর হওয়ার কথা রাত ১২টা থেকে। কিন্তু সরকার ঘোষণা দেওয়ার পরপরই স্টার ফিলিং স্টেশন তেল সরবরাহ বন্ধ করে রাখে। প্রতিবাদ করলেও স্টার ফিলিং কর্তৃপক্ষ তেল দেওয়া শুরু করেনি। তাই আমরা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছি।

এদিকে, গাজীপুরের শ্রীপুরে দাম বাড়ানোর ঘোষণার পর ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহ না করায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যানজট দেখা যায়।

Advertisement