Homeসব খবরক্রিকেটপাকিস্তানকে উড়িয়ে দিয়ে আসরের প্রথম জয় পেল ভারত

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে আসরের প্রথম জয় পেল ভারত

কমনওয়েলথ গেমসের দ্বিতীয় ম্যাচে দুরন্তভাবে ঘুরে দাঁড়াল ভারত। এতে করে পাকিস্তানকে একেবারে খড়কুটোর মতো উড়িয়ে দিলো তারা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই অনবদ্য পারফরম্যান্সে ৩৮ বল বাকি ও ৮ উইকেট হাতে রেখে আসরে পাকিস্তানকে দ্বিতীয় হারের স্বাদ দিয়েছে ভারতের মেয়েরা।

রোববার (৩১ জুলাই) ইংল্যান্ডের বার্মিংহামে পাকিস্তানের করা ৯৯ রানের জবাবে ভারতের মেয়েরা ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ভারতের স্মৃতি মান্দানা ৪২ বলে ৮ চার ও ৩ ছয়ের সাহায্যে ৬৩ রান করে অপরাজিত থাকেন। বৃষ্টির কারণে ভারত-পাকিস্তানের ম্যাচটি শুরু হতে প্রায় আধ ঘণ্টা দেরি হয়। যার ফলে ২০ ওভারের ম্যাচ ১৮ ওভারে নেমে আসে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ৩ উইকেটে হারের পর পাকিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানেই জিততে হতো ভারতকে। আর সেটাই করে দেখিয়েছে হরমনপ্রীত কৌররা।

টস জিতে পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট হারাতে থাকে পাকিস্তান। এক মুনিবা আলী ছাড়া পাকিস্তানের কেউই ৩০ রানের গণ্ডি পেরুতে পারেনি। মুনিবা ৩০ বলে ৩ চার ও এক ছয়ে ৩২ রান করে আউট হন।

পাকিস্তানের তিন ব্যাটার রান আউটের শিকার হন। অধিনায়ক বিসমাহ মারুফ তৃতীয় সর্বোচ্চ ১৭ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে আলিয়া রিয়াজের ব্যাট থেকে। আসা যাওয়ার মিছিলে শেষ পর্যন্ত পাকিস্তান সব উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ভারতের হয়ে স্নেহ রানা ও রাধা যাদব দুটি করে উইকেট তুলে নেন। একটি করে উইকেট পেয়েছেন রেনুকা, মেঘনা ও শেফালি।

স্বল্প রানের লক্ষ্যমাত্রায় খেরতে নেমে উদ্বোধনী জুটিতে ৬১ রান তোলেন শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা। ব্যক্তিগত ১৬ রান করে তুবা হাসানের শিকার হলে ভাঙে জুটি। দ্বিতীয় উইকেটে স্মৃতি মান্দানা ও সাব্বিনেনি মেঘনা ৩৩ রানের জুটি গড়েন। দলীয় ৯৪ রানে মেঘনা ব্যক্তিগত ১৬ রান করে আউট হলেও অপরপ্রান্তে ব্যাট হাতে অর্ধশত তুলে নেন স্মৃতি মান্দানা। তৃতীয় উইকেটে স্মৃতি মান্দানা ও জামাইমা দলকে আর কোনও বিপদে পড়তে না দিয়ে ৩৮ বল বাকি থাকতে জয় নিয়ে মাঠ ছাড়েন। স্মৃতি মান্দানা ৪২ বলে ৮ চার ও ৩ চয়ে ৬৩ রানে এবং জামাইমা ২ রানে অপরাজিত থাকেন।

অপরাজিত ৬৩ রান করার পথে স্মৃতি মান্দানা পেছনে ফেলেন সাবেক অধিনায়িক মিতালি রাজ এবং বর্তমান অধিনায়িক হরমনপ্রীত কৌরকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান তাড়া করতে নেমে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড গড়েন। বর্তমানে স্মৃতি মান্দানার সংগ্রহ ১ হাজার ৫৫ রান। দ্বিতীয়স্থানে থাকা মিতালি রাজের রান ৯৭৭ ও তৃতীয় স্থানে থাকা হরমনপ্রীত কৌরের রান ৮৩০।

Advertisement