Homeসব খবরজাতীয়পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৫০১ হাজী

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৫০১ হাজী

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৫০১ জন হাজী। সর্বমোট ১৮টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেন তারা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ২টি। শনিবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টায় হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

বুলেটিনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশি হাজি ড. মোজাম্মেল হককে মদিনাস্থ কিং ফাহাদ হাসপাতালে দেখতে যান। এসময় মন্ত্রী রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার আশু সুস্থতা কামনা করেন। এসময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মহোদয় এবং মদিনা হজ অফিসের কর্মরত চি’কিৎসকরা তার সঙ্গে ছিলেন।

এদিকে সৌদি আরবে অবস্থানকালে আরও এক বাংলাদেশির মৃ’ত্যু হয়েছে। এ নিয়ে এ বছর হজে গিয়ে মারা গেলেন ২০ জন বাংলাদেশি। শনিবার (১৬ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, হজ করতে গিয়ে সৌদি আরবে সর্বমোট ২০ জন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে ১৪ জন পুরুষ ছাড়াও ছয়জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ১৬, মদিনায় ৩ এবং জেদ্দায় একজন মারা যান। সবশেষ গত বৃহস্পতিবার (১৪ জুলাই) ফারজিন সুলতানা (৪০) নামে এক বাংলাদেশি পবিত্র মদিনায় মৃ’ত্যুবরণ করেন। তিনি ঢাকা জেলার বাসিন্দা।

এর আগে, পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৮ জুলাই। এবছর বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। বাংলাদেশ থেকে মোট ১৬৫টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৭টি। এসব ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী পরিবহন করেছে পতাকাবাহী এয়ারলাইনটি।

এছাড়াও সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। আর ফ্লাইনাস পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ৫ জুন, শেষ হয় ৫ জুলাই।

Advertisement