Homeসব খবরজাতীয়পদ্মা সেতুতে হাঁটাহাঁটি-ছবি তোলা নিষেধ

পদ্মা সেতুতে হাঁটাহাঁটি-ছবি তোলা নিষেধ

বহুল প্রতীক্ষার পদ্মা সেতু শনিবার আনুষ্ঠানিকভাবে খুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর রবিবার থেকে শুরু হবে যান চলাচল, কিন্তু সেতু পাড়ি দিতে গিয়ে থামানো যাবে না কোনো গাড়ি। শুধু তাই নয়, গাড়ি থামিয়ে, গাড়ি থেকে নেমে কোনো ছবি তোলা বা হাঁটাহাঁটিও করা যাবে না। পদ্মা সেতুতে যানবাহন চলাচলের বেশ কিছু নিয়মের কথা জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, যা মেনে চলতে হবে সবাইকে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তিতে এসব নিয়মের কথা জানিয়েছে। পদ্মা সেতু পাড়ি দেয়ার সময় গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। এর বেশি গতিতে গাড়ি চলতে পরবে না। সেতুর ওপর যানবাহন দাঁড়ানো এবং যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা বা হাঁটাও নিষিদ্ধ করা হয়েছে। থ্রি হুইলার (রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, অটোরিকশা), হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড

গাড়ি দিয়ে সেতু পার হওয়া যাবে না। ৫.৭ মিটারের চেয়ে বেশি উচ্চতার মালবাহী কোনো গাড়ি নিয়ে সেতু পার হওয়া যাবে না। সেতুর ওপর ফেলা যাবে না কোনো ময়লা। পদ্মা সেতু ‘অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা’ বলে সেতু পারাপারে এসব নির্দেশনা সবাইকে মেনে চলার অনুরোধ জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। সেতু উদ্বোধন উপলক্ষে পদ্মার দুই তীরে এখন উচ্ছ্বাস। জমকালো আয়োজনে সেতু খুলে দেয়ার অপেক্ষায় সারা দেশ।

শনিবার সকাল সাড়ে ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের উদ্দেশে হেলিকপ্টারে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগ দেবেন সুধী সমাবেশে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাড়ে ৩ হাজার নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছে এই সমাবেশে। বেলা ১১টার দিকে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করবেন সরকারপ্রধান। পদ্মা সেতু নির্মাণসংশ্লিষ্টদের সঙ্গে ফটোসেশনে অংশ নেয়ার কথাও রয়েছে তার। ১১টা ১২ মিনিটে টোল দিয়ে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর ১১টা ২৩ মিনিটের দিকে পদ্মা সেতু পাড়ি দেবেন বঙ্গবন্ধুকন্যা। বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পৌঁছেই পদ্মা সেতুর আরেকটি উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এরপর কাঁঠালবাড়ীর ইলিয়াছ আহমেদ চৌধুরী ফেরিঘাটে আওয়ামী লীগের জনসভায় দলীয় প্রধান হিসেবে যোগ দেবেন শেখ হাসিনা।

Advertisement