Homeসব খবরজাতীয়পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনা, দুইজনের অবস্থা গুরুতর

পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনা, দুইজনের অবস্থা গুরুতর

পদ্মা সেতুর ওপর দুটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে। রোববার (২৬ জুন) সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে।তবে সেতুর কোন জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে এবং আহতদের নাম, পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে দুটি মোটরসাইকেল ও র’ক্তের ছোপ। পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ‌দুর্ঘটনার খবর পেয়েছি। খোঁজ নেওয়া হচ্ছে।

এদিকে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আজ রবিবার রাতে সেতু বিভাগ এ নির্দেশনা দিয়েছে। তথ্য অধিদফতর থেকে গণমাধ্যমে প্রচারের জন্য পাঠানো এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়।

পদ্মা সেতু উন্মুক্তের প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা যায়, দুইজন গুরুতর আহত হয়ে সেতুর ওপর পড়ে আছে। তাদের পাশে রক্তের দাগ।

এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‌দুর্ঘটনার তথ্যটি জেনেছি। তবে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

Advertisement