Homeসব খবরবিনোদনপদ্মায় ট্রেন চলাচল: ট্রেনের বগিতে গান গাইলেন ফেরদৌস- বাবু

পদ্মায় ট্রেন চলাচল: ট্রেনের বগিতে গান গাইলেন ফেরদৌস- বাবু

মঙ্গলবার (১০ অক্টোবর) স্বপ্নের পদ্মা সেতুতে রেলসংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর দুপুর ১টা ৪৫ মিনিটে টিকিট কেটে ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ছিলেন বিভিন্ন শ্রেণি-পেমার মানুষ।

নন্দিত অভিনেতা ও গায়ক ফজলুর রহমান বাবুও ছিলেন। তাদের সঙ্গে একই বগিতে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। ট্রেন ভ্রমণের সময় নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন প্রতিমন্ত্রী। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর লাইভে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ সিনেমায় নিজের গাওয়া শ্রোতাপ্রিয় ‘নিথুয়া পাথারে’ গান গেয়ে বগিতে উপস্থিত সবাইকে শোনাতে দেখা যায় অভিনেতা ফজলুর রহমান বাবুকে।

এছাড়াও মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গানটিও গাইতে দেখা যায় তাকে। এ সময় তার সঙ্গে সুর মেলান চিত্রনায়ক ফেরদৌস।

ফজলুর রহমান বাবুর জন্ম ফরিদপুরে। তার শৈশব ও কৈশর কেটেছে ফরিদপুরে। আর সেই ফরিদপুরে স্বপ্নের পদ্মা সেতু হয়ে ট্রেন যাত্রা দক্ষিণাঞ্চলের অন সব মানুষের মতো তার কাছেও অনেক গর্ব ও আনন্দের। এ কারণে চলন্ত ট্রেনে মনের সুখে কণ্ঠে সুর তুলেন এ অভিনেতা।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী সকাল ১০টা ১০ মিনিটে সড়ক পথে গণভবন থেকে মাওয়ার উদ্দেশে বের হয়ে বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছান। তার সঙ্গে রয়েছেন ছোটবোন শেখ রেহানা।

Advertisement