Homeসব খবরজাতীয়দেশে পৌঁছেছে ৫ প্রবাসীর পাঠানো ২৫০ ভেন্টিলেটর

দেশে পৌঁছেছে ৫ প্রবাসীর পাঠানো ২৫০ ভেন্টিলেটর

কোভিড রোগীদের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ২৫০টি আইসিইউ ভেন্টিলেটর দেশে এসে পৌঁছেছে। রাত সাড়ে ৮টার দিকে ভেন্টিলেটরগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী ৫ বাংলাদেশে জীবনরক্ষকারী যন্ত্রগুলো পাঠিয়েছেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে এসব ভেন্টিলেটরের ব্যবস্থা করেছেন দেশটির আরও তিন প্রবাসী ডা. মাসুদুল হাসান, ডা. চৌধুরী হাফিজ আহসান ও মাহমুদুস শামস বাপ্পী এবং কানাডা প্রবাসী ডা. আরিফুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে ৪০০ ভেন্টিলেটরের ব্যবস্থা করেছেন।

এর মধ্যে ২৫০টি কয়েকদিন আগে যুক্তরাষ্ট থেকে দিল্লিতে এসে পৌঁছায়। সেগুলোই ঢাকায় পৌঁছেছে। এরআগেও তারা ১৫০টি ভেন্টিলেটর পাঠিয়েছে বারডেম হাসপাতালে। উপহার হিসাবে পাওয়া প্রতিটি ভেন্টিলেটরের দাম প্রায় ১৫ থেকে ১৬ হাজার মার্কিন ডলার। ভেন্টিলেটরগুলো গ্রাম অঞ্চলে কোভিড রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে।

Advertisement