Homeসব খবরবিনোদনদুই যুগ আগের ছবিতে সৌরভের সঙ্গে পরিচয়ের গল্প বললেন...

দুই যুগ আগের ছবিতে সৌরভের সঙ্গে পরিচয়ের গল্প বললেন শুভ্র দেব

দীর্ঘ ৮-৯ বছর পর বাংলাদেশে পা রেখে গাঙ্গুলী শুনিয়েছেন প্রথম বাংলাদেশে আসার স্মৃতিও। বাংলাদেশে যতবারই এসেছেন ততবারই এই দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলী। এবারও এর ব্যতিক্রম হয়নি।

গতকাল সৌরভ যখন তার স্মৃতি রোমন্থন করছিলেন সে সময়ে শুভ্র দেবও তার ফেসবুক ওয়ালে এই ক্রিকেটারের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে স্মৃতিকাতর হয়ে পড়েন। এই সৌরভ গাঙ্গুলী বাংলাদেশে অন্যতম জনপ্রিয় গায়ক শুভ্র দেবেরও রয়েছে দারুণ স্মৃতি।

শুভ্র দেব জানান, নব্বইয়ের দশকে যখন আমার প্রথম বাংলা গানের ডিভিডি বের হয় তখন আমি তাকে (সৌরভ গাঙ্গুলী) সেটা উপহার দিয়েছিলাম। আমার ১২৭ নং গুলশানের ফ্ল্যাটের উপর তলায় আমরা টিটো ভাইয়ে বাসায় একবার ২০০০ সালের দিকে পার্টি করেছিলাম। ২০০৩ এ সাউথ আফ্রিকাতে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে রিকি পন্টিংয়ের অষ্ট্রিলিয়ার সাথে হেরে যায়। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে দেয়া যে ভুল সিধান্ত ছিলো সেই কথা আমি যখন সোনার গাঁ হোটেলের লবিতে বলেছিলাম। সেখানে আজকালের একজন সাংবাদিকও ছিলেন সৌরভ তা হাসি মুখে স্বীকার করে নিয়েছিলো।

সৌরভ গাঙ্গুলীর সঙ্গে পরিচয় ছোটবেলা থেকেই। সে পরিচয়ের গল্প বলতে গিয়ে শুভ্র বলেন, সৌরভ গাঙ্গুলীর সাথে আমার পরিচয় একেবারে ছোটবেলায়। তখন ও ছিলো আন্ডার ১৯ ভারত টিমের সদস্য। সে সময় দেশের পূর্বাণী হোটেলে বিভিন্ন দেশের টিম থাকতো। কারণ ঢাকা স্টেডিয়াম ছিলো কাছে। প্রথম ছবিটি সেই হোটেলেই। পেছনে সেই বিখ্যাত ক্রিকেটার রামান লাম্বা। যার অকাল মৃ/ত্যু হয়েছিলো বাংলাদেশেই ফিল্ডিং করার সময় ঢাকা ফার্স্ট ডিভিশনের লীগে হেড ইনজুরি থেকে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রস কাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আসেন সৌরভ। উদ্বোধনী আয়োজন শেষ করে রাতেই চলে যান তিনি। এবার দেখা হয়নি শুভ্রর সঙ্গে। তিনি জানান, সৌরভের সঙ্গে বাংলাদেশে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের সময় কয়েকবছর আগে দেখা হয়েছিলো। আজ অনেক বছর পরে সে ঢাকায়। তার জন্য শুভ কামনা থাকল।

Advertisement