Homeসব খবরজাতীয়দীর্ঘ অপেক্ষার অবসান, হাজার যাত্রী নিয়ে ছুটল ‘কক্সবাজার এক্সপ্রেস’

দীর্ঘ অপেক্ষার অবসান, হাজার যাত্রী নিয়ে ছুটল ‘কক্সবাজার এক্সপ্রেস’

পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ‘কক্সবাজার এক্সপ্রেস’ যাত্রা শুরু করে। অপেক্ষার অবসান ঘটলো। অবশেষে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রথম ট্রেন দুপুর ১২টা ৩০ মিনিটে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে যাত্রী ছিল ১ হাজার ৩০ জন।

পূর্বাঞ্চলীয় রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার দুপুর থেকে শুরু হয়েছে ঢাকা-কক্সাবাজার ট্রেন চলাচল। এজন্য ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে কাউন্টারের পাশাপাশি অনলাইনে বিক্রি করা হয় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট। ইতোমধ্যে ট্রেনের সবগুলো টিকিট বিক্রি হয়েছে। ট্রেনটি চট্টগ্রামে যাত্রাবিরতি দেবে ২০ মিনিট। চট্টগ্রামের যাত্রীদের জন্য আসন বরাদ্দ রাখা হয়েছে। ফলে যাত্রীরা ওঠানামা করতে পারবেন। আর কোনও স্টেশনে দাঁড়াবে না ট্রেনটি। কক্সবাজার থেকে রাজধানী যেতে সময় লাগবে ৮ ঘণ্টা ১০ মিনিট।

Advertisement