Homeঅন্যান্যথাই পেয়ারা চাষে সফল সোবহান, ২০ লাখ টাকা বিক্রির...

থাই পেয়ারা চাষে সফল সোবহান, ২০ লাখ টাকা বিক্রির আশা!

মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলায় থাই পেয়ারা চাষ করে সফল সোবহান বেপারী। আধুনিক পদ্ধতিতে পেয়ারা চাষ করছেন তিনি। তার এই সফলতা দেখে এলাকার অনেক বেকার যুবকরা থাই পেয়ারা চাষে আগ্রহী হচ্ছেন। জানা যায়, চাকরির পেছনে না ছুটে ২০০ শতাংশ জমিতে থাই পেয়ারার বাগান করেছেন তিনি। থাই পেয়ারা চাষ করে নিজে স্বাবলম্বী হননি পাশাপাশি অনেকের কর্মস্থানও করেছেন।

সোবহান বেপারী বলেন, আমার বাগনের পেয়ারা বেশ সুস্বাদু হওয়ায় বাজারে খুব চাহিদা রয়েছে। এ পর্যন্ত ৫ লাখ টাকার পেয়ারা বিক্রি করেছি। তাছাড়া আরও ২০ লাখ টাকার পেয়ারা বিক্রি করতে পারবো বলে আশা করেছি। পেয়ারা বাগানের কর্মী মো. আছান শেখ বলেন, বাগানে কাজ করে আমার সংসার চলে। বাগানে কাজ করে যে টাকা উপার্জন করি তা দিয়ে ভালো ভাবে সংসার চালাতে পারছি।

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল হক বলেন, দৌলতপুর উপজেলায় মোট ৭ হেক্টর জমিতে পেয়ারা চাষ হয়েছে, ১ হেক্টর জমিতে পেয়ারা উৎপাদন হয়েছে ৭৫ মণ থেকে ৯০ মন। এক সময় বছরে একবারই পেয়ারা হতে। বর্তমানে থাই জাতের পেয়ারা সারা বছরই ফল হয়।

Advertisement