Homeসব খবরজাতীয়ঢাকা থেকে বাসে ৫ ঘণ্টায় পটুয়াখালী

ঢাকা থেকে বাসে ৫ ঘণ্টায় পটুয়াখালী

মাত্র ৫ ঘণ্টায় নিজ জেলায় পৌঁছে আনন্দে আপ্লুত হয়ে পড়েন যাত্রীরা। এর আগে এ রুট দিয়ে পটুয়াখালী পৌঁছাতে ১২থেকে ১৪ ঘণ্টা সময় লাগতো। রাজধানী ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে ৫ ঘণ্টায় পটুয়াখালী পৌঁছেছে বাত্রীবাসী বাস। সকাল ৮টায় রাজধানী ঢাকা ছাড়ে এসব বাস গন্তব্যে পৌঁছায় ১টায়।

নুরুজ্জামান মামুন। তিনি একটি বাসে সকালে রওয়ানা দিয়ে পাঁচ ঘণ্টায় পটুয়াখালী পৌঁছান। বলেন, বিশ্বাসই করতে পারছি না এত অল্প সময়ে পৌঁছাতে পারবো। স্বপ্ন যেন হাতের মুটোয়। তিনি দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ লাগবের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

রাজধানীর সায়েদাবাদ থেকে সাকুরা পরিবহনের একটি বাস পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসচালক মনির হোসেন বলেন, আগে তিন-চার ঘণ্টা ফেরিঘাটে বসে থাকতে হতো। সেতু হওয়ায় সেটি পার হতে সময় লাগলো মাত্র ৫ মিনিট। ব্রিজের টোল প্লাজায় সামান্য ভিড় থাকায় সময় বেশি লেগেছে। সামনের দিনগুলোতে আরও সময় কম লাগবে।

রায়হান নামে আরেক বাসচালক বলেন, দ্রুতগতিতে বাস চলাচলের প্রধান বাধা হচ্ছে অটোরিকশা, টমটম, মাহিদ্রা ও ভটভটিসহ তিন চাকার বিভিন্ন যান। এগুলো সহাসড়কে চলাচল করলে দুর্ঘটনা বাড়তে পারে।

Advertisement