Homeসব খবরক্রিকেটটি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার জবাবটা যেন টেস্ট দিয়েই...

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার জবাবটা যেন টেস্ট দিয়েই দিচ্ছেন লিটন-মুশফিক!

৪৯ রানে টপ-অর্ডারের ৪ উইকেট; চট্টগ্রামের রৌদ্রজ্জ্বল দিনেও হতাশার কালো মেঘ ভর করেছিল বাংলাদেশিদের মুখে। তবে দারুণ ব্যাটিংয়ে সেই কালো মেঘ ধীরে ধীরে সরিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। এই দুই ডানহাতির ব্যাটে ভর করে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ৪ উইকেটে ২৫৪ সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে বাংলাদেশ। প্রথমদিনের শুরুতে দুই ওপেনার সাইফ হাসান ও সাদমান ইসলাম ফেরেন ব্যক্তিগত ১৪ রান নিয়ে। এরপর নাজমুল হোসেন শান্তও আউট হন ১৪ রানের ইনিংস খেলে। তার আগে অধিনায়ক মুমিনুল হকের (৬) বিদায়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে বড় জুটি গড়ে টাইগারদের রক্ষা করেন মুশফিক-লিটন।

দুর্দান্ত ব্যাটিং করে দুজনেই তুলে নেন ফিফটি। এখানেই থামেননি বিশ্বকাপ ব্যর্থতায় টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া এই দুই ব্যাটার অসাধারণ ব্যাটিং করে জবাটা মাঠেই দিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন বড় সংগ্রহের দিকে। নিজের সেরাটা এদিনই দেন লিটন। তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। শতকের অপেক্ষায় আছেন মুশফিকুর রহিমও।

প্রথম দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৮৫ ওভারে ২৫৪। লিটন ১১ বাউন্ডারি ও ১ ছক্কায় ২২৫ বলে ১১৩ রানে অপরাজিত আছেন। অপরপ্রান্তে মুশফিক ১৯০ বলে ১০ বাউন্ডারিতে ৮২ রানে অপরাজিত আছেন। ২০৪ রানের জুটি গড়া এই দুই ব্যাটার আবারো নামবেন আগামীকাল।

Advertisement