Homeসব খবরক্রিকেটটি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে তামিম ইকবাল : আকরাম খান

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে তামিম ইকবাল : আকরাম খান

চলতি বছর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলাকালে চোট পান টাইগার ওপেনার তামিম ইকবাল। তারপর চোট নিয়েই জিম্বাবুয়ে সফরে যান তিনি। সেখানে ওয়ানডে সিরিজে খেলতে পারলেও টি-টোয়েন্টি সিরিজে খেলা হয়নি তার। তারপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও ছিলেন না তিনি। আগামী মাসে নিউজিল্যান্ড সিরিজেও থাকবেন না তিনি।

লম্বা সময় ধরে ইনজুরিতে থাকার কারণেই দেশ সেরা এই ওপেনারের বিশ্বকাপ খেলা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে টাইগার ভক্তদের মনে। তবে বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান জানিয়েছেন, তামিম দলের সঙ্গেই থাকবেন। আর যখনই নিজেকে ফিট মনে করবেন তখনই মাঠে নামবেন তিনি।

গতকাল শনিবার দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে নির্বাচকদের সঙ্গে মিটিং শেষ এ কথা বলেন তিনি। আকরাম খান বলেন, ‘তামিম দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। এটা নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। যখন ফিট থাকবে ও তো খেলবেই, ও দলের সাথে থাকবে। ওর সমস্যা ইঞ্জুরি। সেটা নিয়ে ডাক্তার, ফিজিওর সাথে নিয়মিত নির্বাচকরা কথা বলছে। এটা নিয়ে সবাই সজাগ দৃষ্টি রাখছে। আশা করছি ফিট হয়ে যাবে।’

তামিমের ইনজুরি নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে তিনি বলেন, ‘আমি সংশয় দেখছি না। যেহেতু প্রতিষ্ঠিত খেলোয়াড় ও খুব ভালো খেলোয়াড়। ও ফিট থাকলে কোনো চিন্তার বিষয় নয়। ও থাকলে আমাদের জন্য তো ভালো।’

আইসিসির নিয়ম অনুযায়ী বিশ্বকাপ স্কোয়াডে ১৫ জনের বেশি খেলোয়াড় রাখা যাবে না। তবে কোভিডের এই সময়ে দলগুলো চাইলে নিজ খরচে আরও কয়েকজন ক্রিকেটারকে সঙ্গে নিতে পারবেন। বাংলাদেশের সে বিষয়ে ভাবনা জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচক প্যানেল বা টিম ম্যানেজমেন্ট যদি বাড়তি এক দুইজন নিয়ে যেতে চায় এতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা এটা সবসময় করে এসেছি, ভবিষ্যতেও করব।’

Advertisement