Homeসব খবরবিনোদনআমার শিকড়ে রয়েছে আফগান রক্ত : আরশি খান

আমার শিকড়ে রয়েছে আফগান রক্ত : আরশি খান

তালি’বান আত’ঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বজুড়ে। প্রতিদিন শত শত মানুষ আফগানিস্তান ছেড়ে পালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে ‘বিগ বস ১৪’ প্রতিযোগী আরশি খানের দাবি, আমার শিকড়ে রয়েছে আফগান রক্ত।
নাগরিকত্ব নিয়ে তারকাদের ট্রোল হওয়ার ঘটনা নতুন নয়। সম্প্রতি ট্রোলের মুখে পড়েছিলেন আরশি খান। তবে আফগানি হওয়ার জন্য নয়। কিছু লোকজনের ধারণা আরশি পাকিস্তানি। আর সেকারণেই সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলের মুখে পড়তে হয়ে আরশিকে।

সম্প্রতি নাগরিকত্ত্ব নিয়ে ট্রোল হওয়া প্রসঙ্গে আরশি বলেন, আমরা নাগরিকত্ত্ব নিয়ে ট্রোল হওয়ার ঘটনা নতুন নয়। এই নিয়ে তৃতীয়বার আমাকে লক্ষ্য করা হয়েছে। ওরা ভাবেন, আমি পাকিস্তানি নাগরিক। এই একই কারণে কাজের জায়গাতেও অনেক কথা সহ্য করতে হয়েছে। আমি একটা কথা স্পষ্ট করে জানাতে চাই যে আমি ভারতীয়। আমার কাছে ভারত সরকারের অনুমোদিত পরিচয়পত্র রয়েছে।

তিনি আরো বলেন, আমি একজন আফগানি পাঠান এবং আমার পরিবার ইউসুফ জাহির পাঠান গোষ্ঠীর অন্তর্গত। আমার দাদু আফগানিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন এবং উনি ভোপালের জেলার ছিলেন। আমার পরিবার যখন এদেশে চলে এসেছিল, তখন আমার বয়স ছিল মাত্র ৪। আমার শিকড় আফগানিস্তানের, তবে আমি ভারতীয় নাগরিক।

আরশি খান একজন ভারতীয় মডেল, অভিনেত্রী, ইন্টারনেট সেলিব্রিটি এবং আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান ব্যক্তিত্ব। তিনি ২০১৭ সালে জনপ্রিয় রিয়েলিটি টেলিভিশন শো বিগ বসের প্রতিযোগী ছিলেন। তার প্রতিদিনের রুটিন এবং বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও, চিত্র এবং মন্তব্যের কারণে খান খ্যাতি অর্জন করেছিলেন।

বিভিন্ন শোতে উপস্থিত হওয়ার জন্য তিনি ছিলেন গুগল ভারতের ২০১৭ সালের দ্বিতীয় সর্বাধিক সন্ধানী ব্যক্তি।২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি, আরশি ২০১৯ সালের নির্বাচনের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসে দলে যোগ দিয়েছিলেন যেখানে তিনি মুম্বইয়ের প্রতিনিধিত হিসাবে অংশ নেন।

Advertisement