Homeসব খবরজেলার খবরজালে ধরা পড়ল ১৪০ কেজির শাপলা পাতা মাছ, দেখতে...

জালে ধরা পড়ল ১৪০ কেজির শাপলা পাতা মাছ, দেখতে উৎসুক জনতার ভীড়

এবার লক্ষীপুরের রামগতিতে জেলেদের জালে সাড়ে তিন মণ (১৪০ কেজি) ওজনের একটি হাউস মাছ ধরা পড়েছে। এটি স্থানীয়ভাবে শাপলা পাতা মাছ হিসাবেও পরিচিত। মাছটি কেজি দরে বিক্রি করছেন এক ব্যবসায়ী। প্রতিকেজি মাছ ৫০০ টাকায় বিক্রি করা হয়। মাছটি দেখতে বাজারে উৎসুক জনতা ভিড় জমান।

গতকাল শুক্রবার সকালে রামগতি পৌরসভার বুড়া কর্তার আশ্রম বাজার এলাকায় মাছটি বিক্রির জন্য কাটা হয়। এসময় চারপাশে উৎসুক জনতা বিশাল এ হাউস মাছ কাটা উপভোগ করেন।

স্থানীয় বাসিন্দা মাসুদ সুমন জানান, মাছ ব্যবসায়ী মো. শাহজাহান হাউসটি চরগজারিয়া এলাকার টাংকি মাছঘাট এলাকা থেকে কিনে আনেন। পরে মাছটি কেটে কেজি দরে বিক্রি করেন। মাছটির ওজন প্রায় সাড়ে তিন মণ। প্রতি কেজি মাছ ৫০০ টাকায় বিক্রি করছেন তিনি।

মাছ ব্যবসায়ী শাহজাহান জানান, টাংকিঘাট থেকে বঙ্গোপসাগর খুব কাছে। বঙ্গোপসাগরের কাছাকাছি মেঘনা নদীতে জেলেদের জালে হাউস/শাপলা পাতা মাছটি ধরা পড়ে।

Advertisement