Homeফুটবলচেষ্টা করেও ব্রাজিলকে জেতাতে পারলেন না নেইমার

চেষ্টা করেও ব্রাজিলকে জেতাতে পারলেন না নেইমার

আশা জাগিয়েও জিততে পারলো না ভেনেজুয়েলার বিপক্ষে। চেনা ছন্দে দেখা দিতে পারলো না ব্রাজিল। শেষ দিকে গোল হজম করে বাছাই পর্বে টানা জয়ের ধারায় ছেদ পড়লো নেইমারদের। ড্রতেই শেষ হয় হয়েছে ম্যাচ।অ্যারেনা পান্তানালে বাংলাদেশ সময় শুক্রবার (১৩ অক্টোবর) সকালে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ভেনেজুয়েলার মুখোমুখি হয় ব্রাজিল। শুরুতে গাব্রিয়েলের গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ১-১ ড্র করেছে ভেনেজুয়েলার সাথে।

নেইমার, ভিনিসিউস ও রিচার্লিসন সমৃদ্ধ ব্রাজিল শুরু থেকেই আক্রমণে মন দেয়৷ তবে ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি এই ত্রয়ী। প্রথমার্ধে তাই কোনো গোলও আসেনি। গোল করতে পারেনি ভেনিজুয়েলাও।দ্বিতীয়ার্ধের শুরুতেই নেইমারের শট আটকে আরো একবার ব্যর্থ করে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক। তবে ৫০তম মিনিটে এসে গোলমুখ খুলে ব্রাজিল। নেইমারের কর্নার থেকে গতিময় হেডে জাল খুঁজে নেন গাব্রিয়েল। ১-০ গোলে এগিয়ে যায় তারা।

৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণের সুযোগ হারান নেইমার। তার শট ক্রসবারে ওপর দিয়ে ছুটে যায়। ৭০তম মিনিটে নেইমারের সহায়তায় জোরাল শটে বল জালে জড়ান ভিনিসিউস৷ তবে অফসাইডের ফাঁদে পড়ে তা বাতিল হয়।

খুব একটা দাপট দেখাতে না পারলেও ৮৫ মিনিটে গোলমুখ ঠিকই খুল্ব ফেলে ভেনেজুয়েলা। দুর্দান্ত এক ওভারহেড কিকে দলকে সমতায় ফেরান এডোয়ার্ড ভেলো। এই গোলের পর ব্রাজিল চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি। মাঠ ছাড়তে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করেই।

এই ড্রয়ে থামল ঘরের মাঠে ব্রাজিলের ১৫ ম্যাচের জয়রথ। দারুণ খেলেও দর্শকদের রোষানলে পড়তে হয় নেইমারকে। টানেলের ঢোকার মুখে নেইমারের মাথায় পপকর্নও ঢেলেছেন ক্ষুব্ধ দর্শকরা।

Advertisement