Homeসব খবরজেলার খবরআউশ মৌসুমে বোরোর বাম্পার ফলন

আউশ মৌসুমে বোরোর বাম্পার ফলন

প্রাকৃতিক দূ’র্যোগে ধান নষ্ট হওয়ার সম্ভাবনা যেমন নেই, তেমনি খরচও অনেক কম। একই জমিতে ধান চাষ করা যায় বছরে তিনবার। ডা. শফিকুল ইসলামের সফলতা দেখে এ ধান চাষে আগ্রহী অনেক কৃষক। মৌসুম আউসের, কিন্তু চাষ হচ্ছে বোরো। ব্যতিক্রমী এ ধান চাষে সফল টাঙ্গাইলের মধুপুরের ডা. শফিকুল ইসলাম। আউশ মৌসুমে বোরোর বাম্পার ফলন পেয়েছেন টাঙ্গাইলের মধুপুরের এক কৃষক।

ডা. শফিকুল ইসলাম পেশায় চিকিৎসক হলেও আগ্রহ চাষাবাদেও। চার বছর আগে নিজের জমিতে পরীক্ষামূলকভাবে আউশের মৌসুসে বোরো ধান গোল্ডেন-১, ২৮ ও ২৯ ধান চাষ করেন তিনি। ফলন পান আশাতিত। এখন প্রতিবছরই আউশের মৌসুমে বোরো চাষ করছেন তিনি। আউশের এ মৌসুমে প্রাকৃতিক দূ’র্যোগ না থাকায় ধানের ফলন হয় অন্য সময়ের তুলনায় বেশি। খরচও পড়ে কম। একই জমিতে বছরে তিনবার ধান পাওয়া যায়। সারাদেশে এ পদ্ধতিতে ধান চাষ ছড়িয়ে দিতে চান ডা. শফিকুল ইসলাম।

বেশি লাভ হওয়ায় ডা. শফিকুলকে চাষ পদ্ধতি অনুসরণ করছেন অনেক কৃষক। এমন পদ্ধতিতে ধান চাষ ছড়িয়ে দিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলার কৃষি কর্মকর্তা। সারাদেশে আউশ মৌসুমে দেশিয় হাইব্রিড গোল্ডেন-এক বোরোর চাষ করা গেলে ধান চাষে বিপ্লব হওয়ার আশা ডা, শফিকুলের।

Advertisement