Homeসব খবরজেলার খবরচাঁদপুরে ইলিশের কেজি ১৬০০ টাকা! হতাশ সাধারণ ক্রেতারা

চাঁদপুরে ইলিশের কেজি ১৬০০ টাকা! হতাশ সাধারণ ক্রেতারা

এ সপ্তাহে কেজি প্রতি অন্তত ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে ইলিশের দাম। হঠাৎ করে ইলিশসহ সকল মাছের দাম বৃদ্ধির জন্য হতাশ সাধারণ ক্রেতারা। বাজারে ইলিশের সরবরাহ কমে যাওয়ায় চাঁদপুরে বেড়েছে ইলিশের দাম। সরেজমিনে গিয়ে দেখা যায়, বড়স্টেশন মাছের আড়তে ১ কেজি সাইজের ইলিশ বিক্রি হয়েছে ১৫০০ থেকে ১৬০০ টাকা দরে। এদিকে ইলিশের দাম আকাশচুম্বি হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ক্রেতারা।

ইলিশ কিনতে আসা আবুল হোসেন বলেন, চাঁদপুর ইলিশ মাছের দাম বেশি। মাঝারি সাইজের ৫ কেজি কিনেছি ৬ হাজার টাকায়। সব কিছুর দাম যেভাবে বাড়ছে তাতে ইলিশও সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।মৎস্য ব্যবসায়ী বলেন, মাছের আমদানির ওপর দাম বাড়ে আবার কমে। সামনের দিনগুলোতে মাছের আমদানি বাড়লে দাম কমে আসবে বলে জানান তিনি।

বড়স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার ইমান হোসেন রুবেল বলেন, গত সপ্তাহের তুলনায় আজ ইলিশের আমদানি কম। হাতিয়া, সন্দ্বীপসহ উপকূলীয় এলাকা থেকে মাছ কম আসছে। তবে মাঝে মাঝে আমদানি কিছুটা বাড়ে। কিন্তু চাঁদপুর নদী অঞ্চলে মাছ খুবই কম ধরা পড়ছে। দামও গত সপ্তাহের চেয়ে বেশি।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী সবে বরাত সরকার বলেন, আজ বড়স্টেশনে প্রায় ৫০০ মণ ইলিশ এসেছে। অন্যান্য বছর এ সময়ে আরও অনেক বেশি ইলিশ আসে। আজ বাজারে এক কেজি সাইজের ইলিশ কম। সব মিলে গত সপ্তাহের চেয়ে এখন ইলিশের দাম বেশি।

Advertisement