Homeসব খবরজেলার খবরঘেরে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ!

ঘেরে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ!

বিরল প্রজাতির মাছটি ধরার পড়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে বিচিত্র এই মাছটি দেখতে অনেক মানুষ ভীড় করেন। গাজীপুরে খামারির ঘেরে ধরা পড়লো বিরল জাতের একটি মাছ। মাছটি দেখতে গজার মাছের মতো হলেও মাথাটা বেশ বড় আর শরীর খুব নরম।

গতকাল সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বরমী ইউনিয়নের গোলাঘাট এলাকার খামারি মো: আবু তালেবের ঘেরে বিরল প্রজাতির এই মাছটি ধরা পড়ে। মাছটির গায়ে কালো হলুদ ছোপ ছোপ দাগ, মাথাটি বেশ বড়। বিরল এই মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে আশেরপাশের অনেক মানুষ ভীড় করে। তবে কেউ এই মাছটি চিনতে পারেনি। ওজন প্রায় পৌনে দুই কেজি।

মাছটির মুখ আকারে বিশাল, গায়ে হলুদ রঙের দাগ। তবে মাথা থেকে লেজ পর্যন্ত গায়ের রঙ একই। বুকের পাশে রং কিছুটা সাদাটে। চোখের পেছনেই একজোড়া ছোট আকৃতির পাখনা। মাছটিকে একটি সিলভারের বড় পাতিলে পানি দিয়ে জীবিত রাখা হয়েছে। পুরো মুখজুড়েই ধারালো ছোট ছোট দাঁতের সারি।

খামারের মালিক আবু তালেব বলেন, আমরা ঘেরের পনি সেচ দিয়ে অন্যত্র ফেলছিলাম। কারণ এটি খনন করবো। পানি কমে আসার পর আমরা জাল দিয়ে মাছ ধরা শুরু করি। জাল দিয়ে মাছ তুলতে তুলতে হঠাৎ এই বিরল প্রজাতির মাছটি উঠে আসে। মাছটি দেখতে কিছুটা গজার মাছের মতো। এমন মাছ আমি কখনো দেখিনি আর আমাদের গ্রামের বয়স্করাও চিনতে পারছেন না। তারাও কখনো এই মাছ দেখেনি। তবে এর মাথাটা বেশ বড় আর শরীর অনেক নরম।

কাপাসিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উল্লাহ বলেন, আমি মাছটির ছবি দেখেছি। এই মাছ সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ বেশকিছু দেশে পাওয়া যায়। এটি লম্বায় ২৫-২৬ ইঞ্চি পর্যন্ত হয়। আমি মনে করি এটি গবি মাছ হতে পারে।

Advertisement