Homeসব খবরজাতীয়গান বাজিয়ে পদ্মা সেতুতে ওঠার চেষ্টাকালে ২ পিকআপ জব্দ

গান বাজিয়ে পদ্মা সেতুতে ওঠার চেষ্টাকালে ২ পিকআপ জব্দ

ঈদ উপলক্ষে সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে পদ্মা সেতুতে ওঠার চেষ্টাকালে দুটি পিকআপ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রান্তে পদ্মা সেতু উত্তর থানা মোড় থেকে পিকআপ দুটি জব্দ করা হয়।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, বিকট শব্দে গান বাজাতে বাজাতে সেতুতে উঠছিল দুটি পিকআপ। পিকআপ আরোহীরা গান বাজিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করায় ট্রাফিক পুলিশ পিকআপ দুটি জব্দ করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। যানবাহন দুটি বর্তমানে থানায় আছে। তাদের বিরুদ্ধে যথাযথ আ’ইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একটি পিকআপে থাকা নোমান নামের এক যুবক বলেন, রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে এসেছি। ঈদ উপলক্ষে পদ্মা সেতু দেখার জন্য স্বজনরা মিলে ঘুরতে এসেছি। আনন্দ করার জন্য সাউন্ডবক্স সঙ্গে নিয়ে আসি। আমরা জানতাম না যে, সাউন্ডবক্স নিয়ে আসা যাবে না।

এদিকে, আগামী ডিসেম্বরের মধ্যে ক্যামেরা লাগানোর কাজ শেষ করতে চায় সেতু কর্তৃপক্ষ। ক্যামেরা বসানোর কাজ শেষ হলে সেতু মনিটরিংয়ের সঙ্গে সঙ্গে গাড়ির নম্বর প্লেট, আইডেন্টিফিকেশন, গাড়িটি কত কিলোমিটার বেগে যাচ্ছে সবকিছুই সংরক্ষণ করা যাবে। গাড়ি শনাক্ত করতে পদ্মা সেতুতে বসছে সিসি ক্যামেরা। এতে দুর্ঘটনা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ জুন দেশের দীর্ঘতম পদ্মা সেতু উদ্বোধন করেন। ঠিক এর পরদিন থেকে দেশের এ সেতু দিয়ে পদ্মা পারাপার শুরু হয়। এই দিনই দুর্ঘটনায় সেতুতে প্রাণ যায় দুজন মোটরসাইকেল আরোহীর। একই সঙ্গে আইন অমান্যসহ নাট খুলে ফেলার ঘটনা ঘটে। এর কিছু দিনের ভেতরে গাড়ির ধাক্কায় দুবার ক্ষতিগ্রস্ত হয়েছে টোল প্লাজার বক্স।

এ বিষয়ে পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেছেন, সেতুর কিছু কাজ এখনও চলমান রয়েছে। এ জন্য যানবাহনের গতিসীমা ৮০ থেকে কমিয়ে ৬০ করা হয়েছে। সেতুর অপারেশন ও ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে কন্ট্রোল রুমে বসানোর কাজ এগোচ্ছে। সিসি টিভির মাধ্যমে এ নিয়ন্ত্রণ তদারকি করা হবে।

সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, মনিটরিংয়ের সঙ্গে সঙ্গে গাড়ির নম্বর প্লেট, আইডেন্টিফিকেশন, গাড়িটি কত কিলোমিটারে চলছে সবকিছুই রেকর্ড হবে। কাজটি নকশা পর্যায়ে আছে। ডিসেম্বরের মধ্যে এর কাজ শেষ হবে।

Advertisement