Homeসব খবরবিনোদনএবার মুুখ খুুললেন অপু বিশ্বাস

এবার মুুখ খুুললেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস। চিত্রনায়িকা। গতকাল দেশের ২২ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’।

দীর্ঘ বিরতির পর ভালোবাসা দিবস উপলক্ষে আপনার অভিনীত নতুন সিনেমা মুক্তি পেল। কেমন লাগছে?

নতুন সিনেমা মুক্তি পেলেই একটা উৎসবের আমেজ তৈরি হয়। এবার ভালোবাসা দিবসে আমার সিনেমা মুক্তি পেল। তাই বলতে পারি এবারের ভালোবাসা দিবস আরও ভালোবাসাময় হয়ে উঠল। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি দর্শকদের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেবে। কারণ এই সিনেমায় রয়েছে প্রণবন্ত এক গল্প। পাশাপাশি বাপ্পীর সঙ্গে জুটি বেঁধে এই সিনেমায় প্রথম অভিনয় করেছি। যদিও আমাদের জুটির দ্বিতীয় সিনেমা ‘প্রিয় কমলা’ প্রথমে মুক্তি পায়।

আপনার বিপরীতে বাপ্পী কেমন করেছে?

আমার কাছে মনে হয়েছে, বাপ্পী বেশ ভালো কাজ করে। কাজের প্রতি বাপ্পীর মনোযোগ অবশ্যই প্রশংসনীয়। ভালো কিছু করার চেষ্টা রয়েছে তার মধ্যে। অভিনয়, নাচে অনেক মনোযোগী একজন।

বাপ্পীর সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন উঠেছিল… বিষয়টি খুলে বলবেন?

একজন চিত্রনায়িকা যখন যার সঙ্গেই সিনেমায় অভিনয় করেন, তখন তার সঙ্গেই প্রেমের কথা রটে। এটা নতুন কিছু নয়। তাই বাপ্পীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সেই সময় আমি কিছু বলিনি। কারণ আমি জানি গুঞ্জনের জবাব সময়ই দিয়ে দেয়। আমাদের মধ্যে প্রেম থাকলে এখনও মানুষ তা নিয়ে কথা বলত। আমাদের মধ্যে কোনো প্রেম-টেম ছিলো না, নেইও।

২০০১ সালে রিয়াজ-শাবনূর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তি পেয়েছিল। তখন সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ কি সেই সিনেমাকে ছাড়িয়ে যেতে পারবে?

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছিল দেবাশীষ বিশ্বাস পরিচালিত প্রথম সিনেমা। সেই সিনেমার রিয়াজ-শাবনূর জুটিকে ছাপিয়ে যাওয়ার মতো সাহস আমাদের নেই। এটা সত্যি যে, ওই সিনেমার সিক্যুয়াল কিন্তু এটি নয়। একেবারে নতুন গল্পের সিনেমা, যা দর্শকরা দেখলেই দুটি সিনেমার পার্থক্য বুঝতে পারবেন।

এই সিনেমার দৃশ্যধারণের সময়কার কথা বলুন?

২০১৮ সালের শুরুতে এই সিনেমার কাজ শুরু করেছিলাম। এই সিনেমায় অভিনয় করেন প্রখ্যাত অভিনেতা সাদেক বাচ্চু, তিনি ২০২০ সালে মারা যান। তাকে বাবার মতো দেখতাম। শুটিংয়ের সময় আমাদের সম্পর্ক ছিল দারুণ। শুটিংয়ের অবসরে অনেক বিষয় নিয়ে কথা বলতাম তার সঙ্গে। অনেক কিছু শিখেছি তার কাছে। আফসোস তিনি সিনেমাটি দেখে যেতে পারলেন না।

শিল্পী সমিতির চলমান ঘটনা নিয়ে আপনার অভিমত কী?

শিল্পী সমিতিতে কী আছে বুঝি না। আমার মনে হচ্ছে এখন খুব বেশি বেশি হয়ে যাচ্ছে এইসব। শিল্পী সমিতির নির্বাচন বাদ দিয়ে কীভাবে বেশি সিনেমা নির্মাণ করা যায়, সেদিকে মনোযোগী হওয়া প্রয়োজন।-সমকাল।

Advertisement