Homeসব খবরজাতীয়এবার ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৮৮ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা...

এবার ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৮৮ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

বাজারে নিত্যপণ্যের দাম তদারকি কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৮৮টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৩৪ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৩০টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের নিউমার্কেট, কাপ্তান বাজারসহ দেশব্যাপী মোট ৩৭টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত দরের চেয়ে বেশি দাম নেওয়া, আসল পণ্যের মোড়কে অনুমোদনহীন নকল পণ্য বিক্রিসহ ভোক্তা-স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৮৪টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৯২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানকে সিলগালাও করা হয়।

এ ছাড়া লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে চারটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বাজারে নিয়মিত তদারকি হচ্ছে। অনিয়মকারীদের বিরুদ্ধে আই’ন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে তদারকি চলমান থাকবে।

Advertisement